বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান এতোদিন নাচিয়েছেন গোটা বিশ্বে তার ভক্ত অনুরাগিদের। এবার সেই বাদশাকেও নাচাতে চাচ্ছেন ক্রিকেটার বিশ্বকাপজয়ী ওয়েস্ট ইন্ডিজের তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেল।
আসলে এই নাচটা একটু অন্য ধারার নাচ। মানে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করিয়ে শাহরুখ খানকেও চ্যাম্পিয়ন নাচ নাচানোর আশা বিশ্বকাপজয়ী এই অলরাউন্ডার তারকা আন্দ্রে রাসেলের। তার দৃঢ় বিশ্বাস তার দল কেকেআর এবার চ্যাম্পিয়ন হবেনই। আর সে খুশিতে বলিউড বাদশা শাহরুখ খানও নাচবেন।
সূত্রমতে, টি২০ মানেই তো চার-ছক্কা হই হই। এই ফরম্যাটের বিশ্বকাপ। তাতে বাড়তি উত্তেজনা তো থাকেই। সেই উত্তেজনা আরো বাড়িয়ে দিয়েছিল ডোয়াইন ব্রাভোর ‘চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন’ গানটি। সঙ্গে নাচটাও ছিল চমকপ্রদ। ষষ্ঠ টি২০ বিশ্বকাপে ট্রফি জেতার পর ওয়েস্ট ইন্ডিজের খেলোয়াড়রা মেতে উঠেছিলেন ‘চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন’-এ।
মাঠে-ঘাটে-হোটেলে-বিমানবন্দরে সবখানেই যেন ‘চ্যাম্পিয়ন’ গান ও নাচ। ক্যারিবীয় নাচে মজেছিল গোটা ক্রিকেট দুনিয়া। আর সে নাচে নাকি শাহরুখ খান বাকি ছিলেন? এবার বলিউড সুপারস্টারকেও সেই ‘চ্যাম্পিয়ন’ নাচটা নাচাবেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। তাহলে এখন অপেক্ষা করতেই হয় চ্যাম্পিয়ন গানের সাথে শাহরুখ খানের নাচ দেখার জন্য।
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন