বিনোদন ডেস্ক : একসময়কার দুর্দান্ত দাপুটে নায়ক ওমর সানী মন ভীষণ খারাপ। কিছুতেই তিনি মনকে শান্ত করতে পারছেন না। তা কি কারণে এই অভিনেতার মনটা ভালো নেই? কারণ হিসেবে জানা গেছে তার ছেলে ফারদীনের জন্যই নাকি তার এই মন খারপ।
তারকা দম্পতি মৌসুমী-ওমর সানীর সন্তান ফারদীন ইতিমধ্যেই নির্মাতা হিসেবে নাম লিখিয়েছেন। তার ইচ্ছে তিনি বাংলাদেশের একজন ভালো নির্মাতা হবেন। আর সে লক্ষ্যেই তাকে দেশ ছাড়তে হলো। যার জন্য ভীষণ মন খারাপ ওমর সানীর।
জানা গেছে, গতকাল রাতের ফ্লাইটে ছেলে ফারদিনকে নিয়ে যুক্তরাষ্ট্রে পারি জমিয়েছেন মা মৌসুমী। কারণ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ফিল্ম কানেকশন ফিল্ম ইনস্টিটিউটে তিন বছর মেয়াদি ব্যাচেলর কোর্সে ভর্তি হয়েছেন ফারদীন।
ফারদীনের ইচ্ছে চলচ্চিত্র নির্মাতা হওয়ার। ছেলের ইচ্ছের সঙ্গে বাবা সানী ও মা মৌসুমীর ইচ্ছেও যোগ হয়েছে। তাই সব মিলিয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা গেছে।
এদিকে গতকাল ফারদীনকে বিদায় জানাতে সানীর বাসায় এসেছিলেন চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজারসহ সানীর কাছের আত্মীয় স্বজন। এ সময়ের দুটি স্থিরচিত্র সানী তার সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করেন।
ক্যাপশনে তিনি লিখেন- ‘যেতে দিতে মন চায় না, তারপরও যেতে দিতে হয়। অনেকেই আসছিলেন ফারদীনকে দোয়া করার জন্য। যাওয়ার আগে সবার সঙ্গে আমার এই ছবি। আমার আর মৌসুমীর ভক্ত এবং সব মানুষ আমাদের ছেলের জন্য দোয়া করবেন’।
স্ত্রী মৌসুমী, ছেলে ফারদীন ও মেয়ে ফাইজাকে নিয়ে চিত্রনায়ক ওমর সানীর সংসার। ছেলেকে বিদায়ের আগে থেকেই ভীষণ মন খারপ সানীর। আর বিদায়বেলায় মন খারাপের মেঘ যেন আরো বেশি জমেছিল সানীর মনের আকাশে।
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন