মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ০৩:১১:৩৯

‘সুলতান’য়ের ট্রেলারে তাক লাগিয়ে দিলেন সালমান

‘সুলতান’য়ের ট্রেলারে তাক লাগিয়ে দিলেন সালমান

বিনোদন ডেস্ক : শুটিং শুরু আগে থেকেই আলোচনায় ছিল সালমান খানের নতুন ছবি ‘সুলতান’। নানা কারণে ছবিটি নিয়ে আগ্রহ তৈরি হয় সিনেপ্রেমীদের মাঝে। এরপর নায়িকা ছাড়াই শুরু হয় ছবিটির শুটিং।

‘সুলতান’ ছবির শুটিংয়ের এক পর্যায় সালমান খানের বেগম হিসেবে এতে যুক্ত হন আনুশকা শর্মা। এরপর দারুণ ছন্দে চলে ছবিটির শুটিং। থেমে থেমেই সংবাদ শিরোনাম, ছবির প্রতি আগ্রহ আরও বাড়িয়ে দেয় সালমান ভক্তদের মাঝে। অনেকেই অপেক্ষায় ছিলেন ‘সুলতান’য়ের ট্রেলার কবে মুক্তি পাবে? তা এক ঝলক দেখার জন্য অনেকেই উদগ্রীব ছিল।

এদিকে চর্চা চলছিল অনেক দিন ধরেই। ‘সুলতান’-এ সালমানের লুক তার ফ্যানদের তো বটেই, এমনকী যারা সালমান-ভক্ত নন, তারাও নাকি চমকে যাবেন।

অবশেষে সেই অপেক্ষার অবসান ঘটেছে। প্রথমে ছবি অফিশিয়াল পোস্টার, তার কয়েক ঘণ্টা পরেই সালমান-আনুশকা অভিনীত ‘সুলতান’-এর প্রথম অফিশিয়াল ট্রেলার রিলিজ হল।

কেমন লাগছে কুস্তিগীর সলমনকে? নিজের চোখেই দেখে নিন। বলা হচ্ছে, প্রত্যাশার থেকেও নাকি ছাপিয়ে গিয়েছে ‘সুলতান’-এর ট্রেলার। ঈদে মুক্তি পাবে আলোচিত এই ‘সুলতান’।
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে