মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ০৪:৪৭:০০

৬০০ কেজির চকলেট রজনীকান্ত, দেখলে আপনারও খেতে ইচ্ছা করবে!

৬০০ কেজির চকলেট রজনীকান্ত, দেখলে আপনারও খেতে ইচ্ছা করবে!

বিনোদন ডেস্ক : এ পৃথিবীর একজন মানুষ অপরজনকে ভালোবেসে কত কিছুই না করে। এবার তারই প্রমান পাওয়া গেল ভারতে। ভক্তদের ভালবাসায় যেন অন্য গ্রহের বাসিন্দা বনে গিয়েছেন ভারতীয় সিনেমা দেবতা এবং রোবট খ্যাত সুপারস্টার রজনীকান্ত। এছাড়াও এই বছর ভারত সরকারের পক্ষ থেকে পদ্ম সম্মানে ভূষিত হয়েছেন এই অভিনেতা। এই দুই উপলক্ষ্যে রজনীকান্তকে বিরল সম্মান জানাল চেন্নাইয়ের এক ক্যাফে।

চকলেট দিয়ে তৈরি হল সুপারস্টার রজনীকান্তের মূর্তি। ‘জুকা' নামে ওই ক্যাফেটির সামনে এখন রাখা আছে চকলেটে তৈরি রজনীকান্ত। আর এটি বানাতে লেগেছে প্রায় ৬০০ কেজি চকলেট!

ওদিকে রেস্তোরার সামনে অভিনেতার মূর্তিটি বসানোর পর থেকে বেড়েছে ভক্তদের ভিড়। মূর্তির পাশে দাঁড়িয়ে ছবি তুলছেন অনেকেই। মূর্তিটি তৈরি করেছেন শ্রীনাথ বালচন্দ্রণ। তিনি চান এ মূর্তিটি খোদ রজনীকান্তের কাছে পৌঁছাতে।
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে