বিনোদন ডেস্ক : হঠাৎ সন্ধ্যা রাতে সালমান খানের বাড়িতে হাজির হলেন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ধোনির আগমন বার্তা গালাক্সি অ্যাপার্টমেন্টে মালিকের কাছে পৌঁছতেই বেরিয়ে এলেন সালমান খান।
ধোনির সঙ্গী ছিলেন স্ত্রী সাক্ষী। এই জুটির সঙ্গে ছিলেন আরেকজন। কে সেই জানেন? তিনি হলেন প্রফুল্ল প্যাটেল কন্যা পূর্ণা। এরপর পার্টি চলে ভোর ৪টা পর্যন্ত।
এর মাঝেই সালমান খানের বোন অর্পিতার সদ্যজাত সন্তানকেও দেখে আসেন ধোনি ও সাক্ষী। কিছু সময় সেখানে অতিবাহিত করেন তারা।
শনিবার রাতে ধোনি-সালমানকে একসঙ্গে দেখা গিয়েছিল অনন্ত আম্বানীর জন্মদিনের পার্টিতে। শুধু ধোনিরাই নন পার্টিতে ছিলেন অনেক চেনা নাম।
পার্টির কারণ অবশ্য ছিল আহিলের জন্ম। পার্টিতেই সালমান দেখান সুলতানের প্রথম টিজার। যাদের মধ্যে ছিলেন প্রীতি জিনতা। বেশ ঘটা করেই জন্মদিনটা পালন করা হয়।
১২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম