বিনোদন ডেস্ক : সবে মাত্র বিয়ের পর্ব চুকিয়ে হানিমুন থেকে ফিরছেন। আর এই কয়েক দিনেই অনেকটা বদলে গিয়েছে তার জীবন। তিনি এক সময়ের বলিউড কাঁপানো অভিনেত্রী প্রীতি জিন্তা। কখনো হাত ভর্তি চুড়ি তো, কখনো বা হোলির আবীর মেখে একের পর এক ছবি পোস্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। নতুন আপলোড কিটি পার্টি উইথ বলিউড বিউটিস।
গত ২৯ ফেব্রুয়ারি লস এঞ্জেলসে চুপিসাড়ে বিয়ে করেছেন নায়িকা। অভিনন্দন জানানোর জন্য সব অনুরাগীদের ধন্যবাদ দিয়েছেন। নায়িকার কথায়, ‘আমার স্বামীর ৪১ বছর বয়স। ছ’ফুট এক ইঞ্চির মানুষটা সারা দিন কাজে ডুবে থাকে। ও আমেরিকায় থাকলেও আমি এখানেই থাকব। দেশ ছেড়ে অন্য কোথাও থাকার কথা ভাবতেই পারি না’।
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই