মঙ্গলবার, ১২ এপ্রিল, ২০১৬, ১১:২০:০০

শাহরুখের মেয়ে পটানোর গোপন রহস্য ফাঁস!

শাহরুখের মেয়ে পটানোর গোপন রহস্য ফাঁস!

বিনোদন ডেস্ক : বলিউডের কিং খান প্রেমে পড়েননি এমন কথা কেউ কি বিশ্বাস করবে? জীবনে কত রুপসীই না এসেছে তার জীবনে।  শেষমেষ গৌরীকেই জীবনসঙ্গী করেছেন।

বিবাহিত জুটিদের অন্যতম শাহরুখ খান ও গৌরী খান।  দাম্পত্য জীবনের ২৪ বছর।  শুরুর দিকে তাদের প্রেম কাহিনী মোটেও সহজ ছিল না।  নানা কৌশল অবলম্বন করতেন শাহরুখ।  গৌরীর সঙ্গে কথা বলতে মেয়েলি কণ্ঠে কথা বলতে হতো শাহরুখ খানকে।  এ কথা তিনি নিজেই স্বীকার করেছেন।  

গত সোমবার ভারতের রাজধানী দিল্লিতে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার ‘দ্য কপিল শর্মা শো’ এর প্রথম পর্বের শুটিং করা হয়।  এ শো-এর প্রথম পর্বে ফ্যান সিনেমার প্রচারের জন্য হাজির হয়েছিলেন বলিউড কিং শাহরুখ খান।

অনুষ্ঠানের একপর্যায়ে কপিল শর্মা শাহরুখ খানকে মোবাইল ফোনের সেলফি নিয়ে কিছু বলার জন্য অনুরোধ করেন।  জবাবে শাহরুখ খান বলেন, বর্তমান সময়ের মতো মোবাইল ছিল না।  আমাদের সময়ে আমরা শুধু ল্যান্ডফোন ব্যবহার করতাম।  যখনই আমি গৌরীর সঙ্গে কথা বলতে চাইতাম তখন আমাকে মেয়েলি কণ্ঠে কথা বলতে হতো।  কারণ বেশির ভাগ সময়ই গৌরীর ভাই বিক্রান্ত ফোন রিসিভ করত।

তিনি বলেন, আমি মেয়েলি কণ্ঠে বলতাম, হ্যালো, আমি কী গৌরীর সঙ্গে কথা বলতে পারি? সে মনে করত আমি গৌরীর কোনো মেয়ে বন্ধু।  এমনকি আজ পর্যন্ত সে জানে না যে, প্রত্যেকবার আমি ফোন করতাম।  
১২ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে