বিনোদন ডেস্ক : এক-দুই নয়, টানা ৫ দিন ধরে ক্রমাগত নেচে গিনেস বুক-এ নাম তুললেন বারাণসীর ৩০ বছর বয়সি সোনি চৌরাসিয়া। গত ৪ এপ্রিল শহরের বাইরের একটি স্কুলের অডিটোরিয়ামে সন্ধ্যায় রেকর্ডের জন্য কত্থক শুরু করেন। টানা ১২৪ ঘণ্টা নেচে গিয়েছিলেন সোনি।
এর আগে এই রেকর্ড ছিল কেরালার কলামন্ডলম হেমলতা-র দখলে। তিনি মোহিনীআট্টম নেচে রেকর্ড গড়েছিলেন ২০১১ সালে। গত বছর নভেম্বরে অবশ্য সোনি চেষ্টা করেছিলেন রেকর্ড ভাঙার। কিন্তু ৮৭ ঘণ্টা নাচার পর স্টেজের ওপরই অজ্ঞান হয়ে যান তিনি। তবে ৪-৫ মাসের মধ্যে ফের তৈরি হয়ে রেকর্ড গড়লেন সোনি।
এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন সোনিকে। তাতে তিনি সোনিকে 'বিটিয়া' বলে সম্বোধন করেন। সোনি-র গুরু রাজেশ ডোগরা বলেন, 'সোনি ভীষণ পরিশ্রমী মেয়ে। ও আগেরবারের চেষ্টার কথাও আমার বেশ মনে আছে। হার না মেনে মাত্র ৪-৫ মাসের মধ্যে এই পারফরম্যান্স অভাবনীয়। এটা শুধু ওর বাবা-মা বা আমার কাছেই গর্বের মুহূর্ত নয়। বরং সেই সমস্ত মানুষের কাছেও গর্বের মুহূর্ত যারা সোনির জন্য প্রার্থনা করেছেন ওর পাশে থেকেছেন।'
১২ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই