বিনোদন ডেস্ক : ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখ্যার্জির হাত থেকে মঙ্গলবার আরও একঝাঁক তারকা দেশের সর্বোচ্চ সম্মান পেয়ে সম্মানিত হলেন। গতমাসে অজয় দেবগন, সাইনা নেহওয়াল, পরিচালক মধুর ভণ্ডারকার ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্ম সম্মান পেয়ে সম্মানিত হয়েছিলেন।
মঙ্গলবার ভারতের রাষ্ট্রপতির হাত থেকে পদ্ম সম্মান নিলেন সুপারস্টার রজনীকান্ত, প্রিয়াঙ্কা চোপড়া এবং সানিয়া মির্জা। বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়াকে পদ্মশ্রী সম্মান দেওয়া হল ভারতীয় চলচ্চিত্রকে এক অন্যমাত্রায় নিয়ে যাওয়ার জন্যে। টেনিসে অবদানের জন্যে পদ্মভূষণ সম্মান পেলেন সানিয়া মির্জা। আর সুপারস্টার রজনীকান্তকে পদ্ম বিভূষণ সম্মান দেওয়া হল সিনে-দুনিয়ায় তার অনস্বীকার্য অবদানের জন্যে।
১৩ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস