বিনোদন ডেস্ক : বলিউডে অত্যন্ত সুখী দম্পতি বলা হয়ে থাকে শাহরুখ ও গৌরীকে। তাদের দু'জনের কেমিস্ট্রিতে মুগ্ধ অন্য দম্পতিরাও। অনেক দম্পতি শাহরুখ-গৌরীকে মডেল বলেও মনে করেন।
শাহরুখ ও গৌরী দু'জনই প্রেম করে বিয়ে করেছেন। তাদের প্রেমটা যখন হয়, তখন আজকের শাহরুখ খানের মত তখনকার শাহরুখ হিট ছিলেন না। সম্প্রতি ফ্যান’এর প্রচার উপলক্ষে এক কমেডি শো’য়ে শাহরুখ ভক্তদের সঙ্গে ভাগ করে নিলেন তার প্রেমপর্বের নানা গল্প। জানালেন বিয়ের আগে লুকিয়ে প্রেম করাটা মোটেও সহজ ছিল না শাহরুখ খানের পক্ষে।
গৌরীর নাগাল পেতে অনেক সময় ফোনে মেয়েদের গলায় কথা বলতেন শাহরুখ! আর বোকা বানাতেন গৌরীর বাড়ির লোকেদের। ফোনে গলা শুনে তার অভিনয়ে ফাঁক ধরে, কার সাধ্যি! বেশিরভাগ সময়েই ফোনটা তুলতেন গৌরীর দাদা বিক্রান্ত।
শাহরুখ বললেন, ‘এখনও পর্যন্ত বিক্রান্ত জানে না, প্রত্যেকদিন যে ফোনটা আসত সেটা আমিই করতাম। টেলিভিশনে এই পর্বটা সম্প্রচার হওয়ার পর ও জানবে ব্যাপারটা'।
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন