বিনোদন ডেস্ক : ভালোবেসেই ঐশ্বরিয়া রাইকে বিয়ে করেছেন অভিষেক বচ্চন। সামনেই তাদের নবম বিবাহ বার্ষিকী। বেশ সুখেই আছেন এই দম্পতি। তাদের সংসারে একটি ফুটফুটে কন্যা সন্তানও রয়েছে। সেও এখন বাবা-মায়ের মতই তারকা।
এদিকে অমিতাভ বচ্চনের মতো সোশ্যাল মিডয়াতে অভিষেক বচ্চনও ভীষণ সক্রিয়। তার ভক্ত অনুরাগিদের সাথে নিয়মিতই তিনি যোগাযোগ রক্ষা করে চলেছেন। বর্তমানে তার ট্যুইটারে ফলোয়ার সংখ্যা ১০ লাখের মতো।
সম্প্রতি এই ট্যুইটারেই অভিষেক বচ্চন ফাঁস করে দিলেন ঐশ্বরিয়ার রাইয়ের গোপন একটি কথা। যা সত্যি মুগ্ধ হওয়ার মতই। এক ভক্তের প্রশ্নের জবাবে অভিষেক জানিয়েছেন সেই গোপন কথাটি।
সম্প্রতি এক ফলোয়ার অভিষেকের কাছে জানতে চান, ঐশ্বরিয়া রাই বচ্চনের কোন বিষয়টি তার সবথেকে ভাল লাগে? ভক্তের এমন প্রশ্নে অভিষেক বচ্চন ছাট্টে করে উত্তর দিয়ে বলেছেন, ‘ঐশ্বরিয়া রাই কোনও শর্ত ছাড়াই আমাকে ভালবাসে। এটাই আমার সবথেকে পছন্দের’।
তবে বিবাহবার্ষিকীতে কী হবে, তা নিয়ে অবশ্য একটি কথাও বলতে চাননি অভিষেক। তার উত্তর একটাই, ‘হাইলি কনফিডেনশিয়াল।’
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন