বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬, ১১:৩৪:২৯

সালমানের প্রশংসায় শাহরুখ খান! ধাক্কা খেলেন কি?

সালমানের প্রশংসায় শাহরুখ খান! ধাক্কা খেলেন কি?

বিনোদন ডেস্ক : আগামী ঈদে মুক্তি পেতে যাচ্ছে আলোচনায় থাকা সালমান খানের ‘সুলতান’ ও শাহরুখ খানের ‘রইস’। এ দু’টি ছবি মুক্তি নিয়ে এই দুই তারকার ভক্ত অনুরাগিদের মাঝে দারুণ উত্তেজনা। আবার একই সাথে এ ছবির মাধ্যমে এ দু’জন মুখোমুখিও হচ্ছেন। শেষ পর্যন্ত কি হয়? এ নিয়ে জল্পনার কমতি নেই।

এদিকে এই ছবি দু’টি একই সময় মুক্তি নিয়ে সালমান ও শাহরুখ খানের মধ্যে ঠাণ্ডা লড়াই চলছে অথবা তাদের মধ্যে দূরত্ব বাড়ছে, এমনটাই মনে করছেন অনেকে। কিন্তু এমন হচ্ছে না। তারা দু’জন মনে করছেন, তারা ঠিক আগের মতোই আছে। একজন আরেক জনের খুব ভালো বন্ধুও বটে। অার সেটা বেশ কবার তারা প্রমাণও করেছেন।

এদিকে সবাইকে চমকে সালমানের ‘‌সুলতান’‌ ছবির টিজার রিটুইট করেছেন শাহরুখ কান। আর সেখানে তিনি লিখেছেন, ‘‌কেয়া বাত হ্যায়.‌.‌.‌ হরিয়ানা কা শের আ গ্যায়া.‌.‌.‌ সুলতান ভাইজান’‌।

নিন্দুকরা যদিও চমক দেখতে পাচ্ছেন না। বলছেন, এটাও বাদশাহর নিজের ছবি প্রচারের একটা কৌশল। সপ্তাহ কয়েক আগে সালমানের সঙ্গে দেখা করতে ‘‌সুলতান’–এর সেটে পৌঁছে গেছিলেন শাহরুখ।

তবে সেই সুযোগও নাকি ছাড়েননি সালমান খান। ছবিতে কুস্তিগীরের চরিত্রে অভিনয় করছেন তিনি। চিত্রনাট্য অনুযায়ী, এক সেলেব্রিটির সঙ্গে দেখা হয় তার। সেটে শাহরুখের সঙ্গে সাক্ষাতের ফুটেজই নাকি ওই দৃশ্যে ব্যবহার করাচ্ছেন তিনি। যদিও মুখে কিছুই বলেননি। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে তার বিপরীতে রয়েছেন আনুশকা শর্মা।
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে