বিনোদন ডেস্ক : না, রণবীর কাপুরের সাথে আর কোন রকম সম্পর্কই রাখতে চাচ্ছেন না ক্যাটরিনা কাইফ। আর তাই দু’দিন আগে গোয়াটসঅ্যাপ থেকে রণবীরসহ তার পরিবারের সবাইকে রিমুভ করে দিয়েছেন এই নায়িকা।
এদিকে এ কথা জানাজানির পর ক্যাটরিনা জানিয়েছেন রণবীরের সঙ্গে কোনো স্মৃতি রাখতে চান না তিনি। অতীতের এসব ঠুনকো স্মৃতি মুছে ফেলতে চান।
একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমি অতীতে যে ভুলগুলো করেছি সেগুলো মনে করতে চাই না। সবই ভুলে যেতে চাই। কারণ যে বিষয় পীড়া দেয় সেটা সঙ্গে না রাখাই ভালো। আমি এখন কেবল কাজ নিয়ে ভাবতে চাই।
এদিকে রণবীরের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এখন নতুন উদ্যম নিয়ে কাজ করছেন ক্যাটরিনা। বর্তমানে প্রায় হাফডজন ছবি রয়েছে তার হাতে। তবে নতুন আরও একটি খবর হলো রণবীরের সঙ্গে কোনো ছবি করবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন তিনি।
সম্প্রতি তাকে রণবীরের বিপরীতে অভিনয়ের প্রস্তাব দিয়েছিলেন গুণী পরিচালক করণ জোহর। কিন্তু সেই প্রস্তাবও ফিরিয়ে দিয়েছেন তিনি।
এ বিষয়ে ক্যাটরিনা বলেন, আমি আসলে রণবীরের সঙ্গে কাজ করতে চাই না। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্ত। সুতরাং, এ বিষয়ে আর তেমন কিছু বলতে চাই না। এদিকে কাটরিনার এমন সিদ্ধান্তে আলোচনা শুরু হয়েছে বলিউডে। এখন দেখার বিষয় হলো কাটরিনার এমন সিদ্ধান্ত ও বক্তব্যের বিপরীতে রণবীর কেমন ভূমিকা পালন করেন।
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন