বিনোদন ডেস্ক : মনে আছে সালমান খানের সেই ছোট্ট ভক্ত সুজির কথা? যে ভক্ত ‘বাজরাঙ্গি ভাইজান’ দেখে কেঁদে টেদে একাকার হয়েছিলেন। আর সে ভিউডটি ভাইরাল হওয়ার পর তা দৃষ্টিগোচর হয় সালমানের। এবার নিশ্চয় মনে পড়েছে? হ্যাঁ সেই সুজিকে মহা এক সুযোগ করে দিয়েছেন ভাইজান সালমান খান।
জানা গেছে, বর্তমানে সালমান খান ব্যস্ত আছেন তার আসন্ন সিনেমা ‘সুলতান’-এর শুটিং নিয়ে। আর এই সিনেমাতেই তার বিপরীতে আছেন আনুশকা শর্মা। সালমান খান ভাবছেন, ‘সুলতান’-এ আনুশকা শর্মার ছোট্টবেলার চরিত্রে অভিনয় করবেন সুজি। যদিও আগে থেকেই অন্য একজন এই ছবিতে অভিনয়ের জন্য চূড়ান্ত ছিলেন। কিন্তু সালমানের হস্তক্ষেপে এই চরিত্রে ভক্ত সুজিকেই দেখা যেতে পারে।
উল্লেখ্য, গত বছর জুলাইয়ে মুক্তি পায় মেধাবী নির্মাতা কবির খানের আলোচিত সিনেমা ‘বাজরাঙ্গি ভাইজান’। ছবিটি ভারতের ইতিহাসে সবচেয়ে আয় করা সিনেমাগুলোরও একটি। ছবিটি দেখে চোখে জল পড়েনি এমন দর্শক খুঁজে পাওয়াও ছিল বিরল। আর এই্ ছবি দেখে সেসময় সুজি নামের এক সালমান খানের ছোট্টভক্ত কেঁদেকেটে অস্থির করে ফেলেছিলেন। সুজির এমন কান্নাজড়ানো কয়েক সেকেন্ডের সেই ভিডিও সেসময় তুমুল আলোচনাও হয়। চোখে পড়ে সালমানের। ছোট্ট ভক্তের সেই ভিডিওটি সালমান তার সোশাল সাইটে শেয়ার করে ছোট্ট ভক্তকে বলেছিলেন ‘আই লাভ ইউ ঠু’!
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন