বিনোদন ডেস্ক : ভারতীয় ক্রিকেটের কিংবদন্তী আজহার উদ্দিন ও মাহেন্দ্র সিং ধোনীকে নিয়ে ইতিমধ্যে নির্মাণ হয়েছে চলচ্চিত্র। সেই ধারাবাহিকতায় এবার নির্মাণ হতে যাচ্ছে ভারতীয় ক্রিকেটের ঈশ্বরখ্যাত শচিন টেণ্ডুলকারের বায়োপিক।
তবে শচিনের বায়োপিকে মহা চমক থাকবে বলেই গুঞ্জন শোনা যাচ্ছে। বলা হচ্ছে, শচিনের নাম ভূমিকায় বলিউড বাদশাকে দেখা যাবে। আর যদি তাই হয় তবে তো এই ছবিটিই হবে ভারতের সেরা বায়োপিকের একটি।
অনেকদিন থেকেই শোনা যাচ্ছিল ক্রিকেট ঈশ্বর খ্যাত কিংবদন্তি খেলোয়ার শচীন টেন্ডুলকারের জীবনী নিয়ে নির্মিত হবে সিনেমা। কিন্তু সে বিষয়ে কোনো খবর এতদিন পাওয়া না গেলেও আজ হঠাৎ করেই এমন বিস্ময়সূচক খবর দিয়ে ভক্ত অনুরাগীদের তাক লাগিয়ে দিলেন টেন্ডুলকার নিজেই! শুধু খবরই দিলেন না। বরং জানিয়ে নিজের টুইটে পোস্ট দিলেন তাকে নিয়ে নির্মিতব্য সিনেমার প্রথম পোস্টারও!
হ্যাঁ। আজ দুপুরে টুইটারে নিজের আত্মজীবনী ছবির খবর নিয়ে আচমকা সবাইকে চমকে দিলেন টেন্ডুলকার। নির্মিতব্য সিনেমার পোস্টারও শেয়ার দিলেন তিনি। পোস্টারটি শেয়ার দিয়ে শচীন লিখলেন, অগনিত ভালোবাসা আর সমর্থন জানানোয় সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এবং বললেন আগামী ১৪ এপ্রিল দুপুর একটায় তার জীবনী নিয়ে নির্মিত ছবিটির টিজার ইউটিউবে রিলিজ দেয়া হবে।
শচীনের এমন ঘোষণার পরপরই ‘শচীন এ বিলিয়ন ড্রিমস’-ছবিটির পোস্টার শেয়ার দিয়েছেন বলিউড কিং শাহরুখ খান। সিনে পর্দায় শচীনকে দেখতে তর সইছে না জানিয়ে শাহরুখ বলেন, ‘এটা আমি অবশ্যই দেখতে চাই। বন্ধু এটা আমাকে শিগগিরই দেখানোর ব্যবস্থা করো।’
শাহরুখের এমন টুইটের পর ফের রিটুইট করে শাহরুখের উদ্দেশে শচীন বলেন, অবশ্যই। কিন্তু তার আগে তোমার ‘ফ্যান’ দেখে নেই!
‘শচীন এ বিলিয়ন ড্রিমস’ ছবিটি পরিচালনা করেছেন জেমস এরকসিন। আর প্রযোজনায় আছেন রবি বাগচন্দ এবং কার্নিভাল মোশন পিকচার্স। ছবিটির সঙ্গীত পরিচালনায় আছেন বিশ্বখ্যাত তারকা সঙ্গীতজ্ঞ ও অস্কারজয়ী সঙ্গীতশিল্পী এ আর রাহমান।
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন