বিনোদন ডেস্ক : একজন সংগীতশিল্পী তাহসান। তার স্ত্রী নুসরাত ইমরোজ তিশা একজন লেখিকা। তারা নব দম্পতি। তাদের দাম্পত্য জীবনে নানা টানাপোড়ন। এ নিয়েই এই দম্পতির সংসারে যত অশান্তি।
দর্শকদের পাঠানো এমন গল্প নিয়ে নির্মাণ হয়েছে নাটক ‘কিছু ভুল, কিছু অভিমান’। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান ও জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা।
দর্শকের গল্পে এবার নির্মাত এই নাটকটি পহেলা বৈশাখ উপলক্ষে আগামীকাল রাত ৯টা ৫ মিনিটে আর টিভিতে নাটকটি প্রচার হবে। এর আগে দর্শকের পাঠানো গল্প ‘ভালোবাসা দিবসে’ প্রচারিত ‘তোমায় ভেবে লেখা’ নাটকটির ধারাবাহিকতায় নির্মাণ করা হয়েছে নাটকটি।
এবারের গল্পটি লিখেছেন সাদিয়া আফরোজ এবং চিত্রনাট্য ও নিদের্শনা দিয়েছেন ইমরাউল রাফাত। আগের পর্বেও এই জুটিকেই প্রধান দু’টি চরিত্রে পাওয়া গেছে।
নাটকটি সম্পর্কে তিশা বলেন ‘গল্পের শুরুটা ছিলো তোমায় ভেবে লেখা দিয়ে, আর এরপর কিছু ভুল কিছু অভিমান। দর্শকের পাঠানো গল্পে এর আগে কাজ করলেও এবারের গল্পটা অনেক বেশি বাস্তব সম্মত।
তাহসান বলেন, ‘ভালোবাসা দিবসে তোমায় ভেবে লেখা নাটকটিতে অনেক দিন পর মিউজিসিয়ানের চরিত্রে অভিনয় করেছি। এর দ্বিতীয় পর্ব ‘কিছু ভুল কিছু অভিমাণ’ নাটকটিতে একজন মিউজিসিয়ানের মিউজিক জীবনের পাশাপাশি তার দাম্পত্য জীবন তুলে ধরা হয়েছে।
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন