বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬, ০৩:৪৭:৩৫

শহীদ বাবা হচ্ছেন, এ খবর প্রথম কারিনা জানলেন কিভাবে?

শহীদ বাবা হচ্ছেন, এ খবর প্রথম কারিনা জানলেন কিভাবে?

বিনোদন ডেস্ক : শহীদ কাপুর আর কারিনা কাপুরের প্রেম সবারই জানা। এরপর ব্রেকঅাপ। তারপর কারিনা গাঁটছাড় বাঁধেন সাইফ আলি খানের সাথে। এর কিছুদিন পর শহীদ কাপুরও বিয়ে করেন দিল্লির মেয়ে মীরা রাজপুতকে।

এদিকে প্রথমবারের মতো বাবা হতে যাচ্ছেন শহীদ কাপুর। সম্প্রতি এমন খবর মিডিয়াতে এসেছে বেশ কয়েকবার। কিন্ত শহীদ কাপুরের বাবা হওয়ার খবরটি অন্য কেউ জানার আগে জেনেছেন তার প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুর খান! আর সেটাই বা কিভাবে?

আসলে বর্তমানে শহীদ ও সাইফ আলি খান অর্থাৎ কারিনার স্বামী এক সঙ্গে অভিনয় করছেন ‘রঙ্গুন’ ছবিটিতে। সেই ছবির শ্যুটিং চলাকালীনই শহীদ জানতে পারেন যে তিনি বাবা হতে চলেছেন। খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি তা জানান সাইফকে। আর সাইফ-এর কাছ থেকে তা আবার জানেন কারিনা। ফলে শহীদের সুখবরটি প্রথম যারা পেয়েছিলেন সেই তালিকায় কারিনাও আছেন।

তবে প্রাক্তন প্রেমিকের এই পারিবারিক খবরে কারিনা ঈর্ষান্বিত বোধ করবেন বলে মনে হয় না। সম্পর্ক ভেঙে গেলেও এই  দু’জনের মধ্যে তিক্ততা কোনও দিনই বাসা বাঁধেনি। তা যদি হত তাহলে কি আর সাইফ-এর সঙ্গে একই ছবিতে অভিনয় করতে পারতেন শহীদ?
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে