বিনোদন ডেস্ক : সালমান খান ও শাহরুখ খানের পর এবার প্রত্যুষা বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু নিয়ে মুখ খুললেন পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী প্রিয়ঙ্কা চোপড়া। সেই সাথে আত্মহত্যা বিতর্কে তাকেও জড়িয়ে সংবাদ প্রকাশ প্রসঙ্গেও তিনি কথা বলেন।
সংবাদমাধ্যমে প্রত্যুষার মৃত্যু সংবাদ সম্পর্কে বলতে গিয়ে প্রিয়ঙ্কা বলেন, ‘প্রকৃত সত্যটা কেউই জানে না। কেউ জানে না, কী ধরনের কষ্টের মধ্যে দিয়ে প্রত্যুষাকে যেতে হয়েছিল। সেটা না জেনে, তার পরিবারের সম্মানের কথা না ভেবে প্রত্যুষার জীবন নিয়ে যারা কাঁটাছেঁড়া করছেন তারা অন্যায় করছেন।’
প্রিয়ঙ্কা আরও বলেন, ‘আসলে বিনোদনের জগতে এই ধরনের কোনও ঘটনা ঘটলেই মিডিয়া অনাবশ্যক মাতামাতি শুরু করে দেয়। কিন্তু যেসব মেয়েরা শ্বশুরবাড়ির অত্যাচারের কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছে তাদের কথা কখনো মিডিয়ায় আসে না।’
কয়েক সপ্তাহ আগে খোদ প্রিয়ঙ্কাকে নিয়েই তৈরি হয়েছিল আত্মহত্যা-প্রচেষ্টা বিতর্ক। তার প্রাক্তন ম্যনেজার প্রকাশ জাজু টুইট করে বলেন যে, ২০০২ সালে পরিস্থিতিগত চাপের কারণে প্রিয়ঙ্কা একাধিকবার আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন, প্রকাশের চেষ্টাতেই তিনি নাকি রক্ষা পান।
এ প্রসঙ্গে প্রশ্ন করা হলে দৃশ্যত ক্ষুব্ধ প্রিয়ঙ্কা বলেন, ‘মিডিয়া এমন একজনের কথা বিশ্বাস করছে যে এর আগে আমাকে অপমান করার কারণে জেল পর্যন্ত খেটেছে।’
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন