বিনোদন ডেস্ক : রণবীর কাপুরের সাথে ক্যাটরিনা কাইফ আর ছবি করবেন না। এমন ঘোষণা ক্যাটরিনা নিজেই দিয়েছেন সম্প্রতি একটি টিভি চ্যানেলের সাক্ষাৎকারে। এখন আবার খবর বের হয়েছে, রণবীরকে নাকি ক্যাট বলেছিলেন সম্পর্কটা আবারও জুড়তে!
জানা গেছে, ব্রেক-আপের পরে এক কমন ফ্রেন্ডের দেওয়া পার্টিতে মুখোমুখি হয়েছিলেন রণবীর কাপুর এবং ক্যাটরিনা কাইফ। বলা হচ্ছে, ওই পার্টিতে রণবীরকে দেখে নিজে থেকেই এগিয়ে গিয়েছিলেন ক্যাটরিনা। দু’জনে কথা বলতেও শুরু করেন।
সেখানেই নাকি রণবীরকে ক্যাটরিনা বলেন, তিনি সম্পর্ক ফের জুড়তে চান। কিন্তু এই কথা শুনেই রণবীর নাকি কঠিন গলায় শুনিয়ে দেন, ‘এটা সম্ভব নয়।’
এদিকে খবর পাওয়া গেছে, দু’জনের মধ্যে কথাবার্তা বেশ তিক্তভাবে হয়েছে। তুলনায় রণবীর একটু বেশিই কঠোর ছিলেন বলে শোনা যাচ্ছে। ক্যাটরিনা নাকি বলেছিলেন, ‘আর একবার কি চেষ্টা করে দেখা যায় না? ফিরে এসো।’ এর পরিপ্রেক্ষিতে রণবীর বলে দেন, ‘এটা আর সম্ভব নয়। ইট্স ওভার।’
এর পরে ক্যাটরিনাকে নাকি দৃশ্যতই ভেঙে পড়তে দেখা যায়। অনেকেই বলছেন, ক্যাটরিনার মনে ক্ষীণ আশা ছিল যে, রণবীরের সঙ্গে তার সম্পর্ক ফের জোড়া লাগবে। কিন্তু এই পার্টির পরে পরিষ্কার হয়ে গেল, সেটা আর সম্ভব নয়। এতে ক্যাটরিনারই ভাল হল বলে মনে করছেন তার ঘনিষ্ঠরা।
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন