বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬, ০৭:২৭:৪৬

বাস্তব জীবনে আমি একজন ফকির : শাহরুখ খান

 বাস্তব জীবনে আমি একজন ফকির : শাহরুখ খান

বিনোদন ডেস্ক : বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা শাহরুখ খান।  অর্থ, বিত্ত, খ্যাতি কোনোকিছুর অভাব নেই।  কিন্তু বাস্তব জীবনে নিজেকে একজন ‘ফকির’ বলেই দাবি করলেন বলিউড বাদশা।

শাহরুখ বলেন, নিজের সফলতা আমাকে কখনোই সেভাবে মুগ্ধ করতে পারেনি।  যদিও বলতে অদ্ভুত লাগছে, তবে এটিই সত্যি যে, বাস্তব জীবনে আমি একজন ফকির।  

তিনি বলেন, হয়তো দামি পোশাক পরি, ফিটফাট হয়ে বের হই।  নিজের মধ্যে তারকার ভাব ধরে রাখার চেষ্টা করি।  এতসব আসলে অভিনয়।  

মহিমাদীপ্ত মানুষের এমন সব কথা।  বাস্তব জীবনে শাহরুখ খুবই সাধারণ। বিনয়ী এ অভিনেতার পরিবারের সদস্যরাও সাধারণ জীবনযাপনে অভ্যস্ত। আসলে নিজেকে সাধারণ বোঝাতে নিজেকে ‘ফকির’ বলেছেন শাহরুখ।

২ নভেম্বর ১৯৬৫ সালে দিল্লির পাঠান মুসলিম পরিবারে জন্ম শাহরুখের।  মা ম্যাজিস্ট্রেট লতিফ ফাতেমা ও বাবা তাজ মোহাম্মদ খান।  দিল্লিতে জন্ম তবে, শাহরুখের জীবনের প্রথম পাঁচ বছর কেটেছে দক্ষিণী শহর ম্যাঙ্গালোরে।

তার টুইটার অ্যাকাউন্টে শাহরুখ নিজেকে বর্ণণা করেছেন ‘হাফ হায়দ্রাবাদী, হাফ পাঠান’ বলে।  দিল্লির সেইন্ট কলম্বাস স্কুলের ছাত্র শাহরুখ ছোট বেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি মনোযোগী ছিলেন খেলাধুলা ও নাট্যাভিনয়ে।

যেখান থেকে তিনি অর্জন করেন সম্মানজনক ‘সোর্ড অব অনার’।  হন্সরাজ কলেজ থেকে ‘অর্থনীতি’তে সম্মান ডিগ্রি, জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয় থেকে ‘গণযোগাযোগ’ নিয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন শাহরুখ।

শাহরুখ খান এখন দুটোতেই সমানতালে।  অভিনয়ের পাশাপাশি খেলা নিয়ে ব্যস্ততা যাচ্ছে তার।  তথ্যসূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে