বুধবার, ১৩ এপ্রিল, ২০১৬, ১১:৫৭:৪৯

যে কারণে পেছনের দরজা দিয়ে পালালেন ঐশ্বরিয়া!

যে কারণে পেছনের দরজা দিয়ে পালালেন ঐশ্বরিয়া!

বিনোদন ডেস্ক : ক্যামেরার ফ্ল্যাশের ঝলকানি। বিশ্বসুন্দরী বলে কথা। মাঝে ক্যামেরার জন্য পোজ সানিয়া মির্জাকে সঙ্গে নিয়ে। যাকে ঘিরে রোশনাই পাচ্ছিল অনুষ্ঠান। আচমকাই তিনি হাওয়া হয়ে গেলেন পিছনের দরজা দিয়ে। হল ভর্তি দর্শক। সকলের চোখের সামনেই ছিলেন ঐশ্বরিয়া। মঞ্চে উঠে পুরস্কারও নিলেন। তারপরেই উধাও। খোজ খবর করতেই জানা গেল ঐশ্বরিয়া অডিটোরিয়ামের পিছনের দরজা দিয়ে বেরিয়ে গিয়েছেন। সামনের দরজা দিয়ে না গিয়ে পিছনের দরজা!

বিষয়টি পরিস্কার হল কিছুক্ষণ পরে। অডিটোরিয়ামে ঢোকার সময়ই ঐশ্বরিয়া দেখে নিয়েছিলেন সংবাদমাধ্যমের উপস্থিতি। গন্ধ পেয়ে গিয়েছিলেন বিপদের। তাই নাকি পুরস্কার নেয়া হতেই পিছনের দরজা দিয়ে সটান প্রস্থান। এই ঘটনা মুম্বাইয়ের একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে। ‘এনআরআই অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড’-এর পুরস্কার নিতে এসেছিলেন ঐশ্বরিয়া। তিনি ছাড়াও এই অনুষ্ঠানে ছিলেন সানিয়া মির্জা। ভারতীয় টেনিস সেনসেশনের সঙ্গে ছবিও তোলেন ঐশ্বরিয়া। কিন্তু, কিছুক্ষণের মধ্যেই পিছনের দরজা দিয়ে তার প্রস্থান সকলকে অবাক করে দেয়।

তবে, কিছু সংবাদমাধ্যম ঐশ্বরিয়ার গাড়িটি দেখে ফেলেছিল। বেরিয়ে যাওয়ার পথে তাদের নানা প্রশ্নের উত্তরও দেন তিনি। কিন্তু, পানামা কেলেঙ্কারি নিয়ে প্রশ্ন ছুটে আসতেই এক্কেবারে চুপ ঐশ্বরিয়া। কোনো উত্তর না দিয়ে বেরিয়ে যান তিনি। বোঝাই যাচ্ছে বিশ্বজুড়ে যেভাবে ‘পানামা কেলেঙ্কারি’-তে ঐশ্বরিয়া ও অমিতাভের নাম জড়িয়েছে তাতে বচ্চন পরিবারের বধূর এমন প্রস্থান স্বাভাবিক। আসলে বিতর্ক থেকে সকলেই শত হস্ত দূরে থাকতে চায়।
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে