বিনোদন ডেস্ক : বাংলাদেশ টেলিভিশনে সর্বশেষ তিনি কবে গান গেয়েছিলেন ঠিক মনে করতে না পারলেও এবার গান গেয়ে শোনালেন বিপাশা হায়াত।
বিপাশা হায়াতের অভিনয় কিংবা আঁকাআঁকির বিষয় যতটা না প্রচার-প্রসারে এসেছে তার গানের পেছনেই রয়ে গেছে প্রচার।
বিপাশা হায়াতের সংস্কৃতিচর্চার শুরুটা কিন্তু গান দিয়েই। ওস্তাদ খালিদ হোসেন, আখতার সাদমানী, জাকির হোসেন, সানজিদা খাতুন, মিতা হকের মতো বরেণ্য সঙ্গীতজ্ঞদের কাছে তার গান শেখা।
অথচ একটি সময় এসে বিপাশা হায়াতকে গানে আর পাওয়া যায়নি। পাওয়া গেছে অভিনয়ে আর আঁকাআঁকিতে। তবে পয়লা বৈশাখে দর্শকের ভালো লাগার জন্য বিপাশা হায়াত ফিরে গেছেন তার পুরনো দিনে, গানের ভুবনে। দর্শকের জন্য গেয়েছেন ফেরদৌসী রহমানের গাওয়া ‘আজি বাহাল করিয়া বাজান গো দোতরা সুন্দরী কমলা নাচে’।
বাংলাদেশ টেলিভিশনের জন্য নির্মিত মাহবুবা ফেরদৌস প্রযোজিত বিশেষ বৈশাখী সঙ্গীতানুষ্ঠান ‘বাকবাকুম পায়রা’ অনুষ্ঠানে আফজাল হোসেনের উপস্থাপনায় গানটি গেয়েছেন তিনি। ‘জলের গান’-এর যান্ত্রিক সহযোগিতায় গানটি গান তিনি। বৃহস্পতিবার রাত ১০টার ইংরেজি সংবাদের পর গানটি প্রচার হবে ‘বাকবাকুম পায়রা’ অনুষ্ঠানে।
বিপাশা হায়াত বলেন, আফজাল হোসেন আঙ্কেলের বিশেষ অনুরোধেই এ গানটি করা। এর আগে কোথাও এ গান গাওয়ার সুযোগ-সময় হয়ে উঠেনি আমার। কেমন গেয়েছি তা দর্শক-শ্রোতাই ভালো বলতে পারবেন। তবে একটি কথা না বললেই নয়, তাহলো- গানের জন্য আমি না, আমার জন্য গান। গানকে কখনো আমলে নিয়ে আমি সাধনা করিনি যতটা না অভিনয় আর আঁকাআঁকি নিয়ে সাধনা করেছি। তবে এটা সত্য আমি প্রচুর গান শুনি।
হানিফ সঙ্কেতের ইত্যাদিতে বিপাশা হায়াত গেয়েছিলেন ‘আকাশ এত মেঘলা যেওনাকো একলা’, আব্দুন নূর তুষারের ‘শুভেচ্ছা’তে গেয়েছিলেন ‘নিটোল পায়ে রিনিক ঝিনিক’ এবং বিটিভিরই একটি অনুষ্ঠানে গেয়েছিলেন তপন চৌধুরীর গাওয়া ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানটি।
এদিকে বিপাশা হায়াত জানান, আসছে ঈদের জন্য দুটি নাটক রচনা করেছেন তিনি। দুটি নাটকে অভিনয়ের পাশাপাশি আরো একটি নাটকে অভিনয় করবেন তিনি। তবে বিপাশা জানান, নতুন দুটি নাটকে গত বছরের লেখা।
১৩ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম