বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬, ০৫:০৭:০৯

এ কি কথা শোনালেন শাহরুখ খান!

এ কি কথা শোনালেন শাহরুখ খান!

বিনোদন ডেস্ক :  বিশ্বের দ্বিতীয় ধনী অভিনেতা তিনি। কিন্তু বাস্তব জীবনে নাকি ‘‌ফকির’‌!‌ এমনটাই দাবি করলেন বলিউডের বাদশা শাহরুখ খান।

এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, দামি পোশাক, দামি ঘড়ি, দামি জুতোর সবটাই আসলে অভিনয়। মানুষের সামনে নিজেকে তারকা হিসেবে তুলে ধরার অভিনয়। কিন্তু যারা তাকে ব্যক্তিগতভাবে চেনেন, তারা সত্যিটা জানেন। বাস্তবে তিনি ফকিরের মতো জীবনযাপন করেন। জাগতিক সাফল্যের প্রতি তার কোনও টান নেই। নেই, তার কারণ তিনি নাকি কোনওদিন সেই সাফল্যকে ‘‌সাফল্য’‌ হিসেবে দেখেননি।

শাহরুখ বলেন, তিনি আজ পর্যন্ত ম্যানেজমেন্টের সঙ্গে বৈঠকে বসে বলেননি, ‘‌শোনো, আমার জনপ্রিয়তা পড়ে যাচ্ছে। তারকা ভাবমূর্তিতে আঘাত লাগছে।’‌ একমাত্র একটিই বিষয়ে তার বিলাসিতা রয়েছে। তিনি চলেন নিজের সময় দেখে। অন্যকিছুকে নজরে রেখে নয়। যখন যা করা তার মতে ঠিক মনে হয়, তাইই করেন কিং খান।

১৪ এপ্রিল ২০১৬/এমটি নিউজ২৪/এসবি/এসএস

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে