বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬, ১১:০৫:৩১

কলকাতার জিৎকে নিয়ে যা বললেন ফারিয়া

কলকাতার জিৎকে নিয়ে যা বললেন ফারিয়া

বিনোদন ডেস্ক : নুসরাত ফারিয়ার চলচ্চিত্রে শুরুটা হয়েছিল কলকাতার ওমের বিপরীতে, এরপর বলিউডের ইমরান হাশমির সাথে একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন বলে শোনা গেলেও তা আর হয়ে উঠেনি। এবার জুটি বেঁধে কাজ করছেন কলকাতার সুপারস্টার জিৎ এর বিপরীতে ‘বাদশ’ শিরোনামের চলচ্চিত্রে।

এরই মধ্যে ঢাকা ও কলকাতার বিভিন্ন লোকেশনে ছবিটির প্রায় ৪০ শতাংশ শুটিং শেষ হয়েছে। বাকি শুটিং হবে কলকাতা ও যুক্তরাজ্যে। জিতের বিপরীতে প্রথম কাজ করতে গিয়ে প্রথম দিন থেকেই নানা অভিজ্ঞতা হয়েছে ফারিয়ার।

ফারিয়া জিৎ প্রসঙ্গে বলতে গিয়ে বলেন, ‘আমাদের প্রথম দেখা হয় ঢাকার একটি তারকা হোটেলে। সেখানেই হয় এই ছবির প্রথম দৃশ্যের কাজ। সেটে ঢুকে পরিচিত হওয়ার পর আশ্চর্য ভঙ্গিতে জিৎ বলেন, ইউ ফারিয়া! পরে বললেন, তোমার ভেতরে একটা ব্যাপার আছে। এখনো দেখা হলে ওই একই কথা বলেন’।

জিৎ প্রসঙ্গে ফারিয়া আরও বলেন, তার সঙ্গে কাজ করতে গিয়ে বুঝেছি, কাজের ক্ষেত্রে তিনি দারুণ পেশাদার। প্রথম দিন থেকে আজ অবধি প্রতিটি দৃশ্য করার আগে একাধিকবার আমাকে রিহার্সেল করতে হয়েছে। যতক্ষণ না পারফেক্ট হয়, ততক্ষণ রিহার্সেল করতে হয়। এ ব্যাপারে তাঁর মধ্যে কোনো বিরক্তিভাব দেখিনি।

ফারিয়ার কাছে পর্দা কিংবা পর্দার বাইরে জিৎ অসম্ভব রকম স্মার্ট ও ব্যক্তিত্বসম্পন্ন একজন মানুষ। তিনি বলেন, তার বিপরীতে প্রথম বাংলাদেশি নায়িকা হিসেবে আমি কাজ করব, এটা ছিল আমার জন্য রোমাঞ্চকর। তার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারব কি না, সেটা নিয়ে খানিকটা ভয় ছিল। তবে কাজের সময় তার সহযোগিতার কারণে ভয় পুরোপুরি কেটে গেছে।
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে