বিনোদন ডেস্ক : হৃত্বিক রোশনের দিনগুলো খুব একটা ভালো যাচ্ছে না। খুবই দুরবস্থায় আছেন তিনি। একের পর এক জটিলতায় দিন কাটাচ্ছেন তিনি। এরমধ্যে প্রথমে স্ত্রী সুজান খানের সঙ্গে ডিভোর্স।
এ ঘটনার পরই কঙ্গনা রানাওয়াতের সঙ্গে বিতর্ক তো ক্রমশ জটিল হচ্ছে। তবে এর মধ্যেও আশার আলো একটাই যে, ভক্তরা ছেড়ে চলে যাননি তাকে। তবে তার ভক্ত শুধুমাত্র দর্শককূলই নয়। বলিউড ইনডাস্ট্রিতেও তার ভক্তের সংখ্যাটা বেশ চোখে পড়ার মতো। তিনিও কারও আইডল। তবে জানেন কি তিনি কার আইডল?
খুব অল্প দিনেই বলিউডে বেশ ভালো জায়গা তৈরি করে নিয়েছেন জ্যাকি পুত্র টাইগার শ্রফ। ফ্যানের সংখ্যাও তার বেশ লোভনীয়। তবে টাইগারের অভিনয়ের থেকে তার নাচের ফ্যানের সংখ্যা বেশি। জানেন কাকে দেখে তিনি নাচের অনুকরণ করেন? কে তার আইডল? এই প্রসঙ্গে টাইগার জানালেন, অনস্ক্রিন থেকে অফস্ক্রিন সবক্ষেত্রেই হৃত্বিক রোশনই নাকি তার আইডল। হৃত্বিকের মতো হওয়াই তার জীবনের লক্ষ।
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন