বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬, ০৪:৪২:৩৬

এ কি অবস্থা! ইনি কি ঐশ্বরিয়া রাই?

এ কি অবস্থা! ইনি কি ঐশ্বরিয়া রাই?

বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া রাইয়ের নতুন ছবি ‘সর্বজিৎ’ এর ট্রেলার মুক্তি পেয়েছে। এখানে একেবারই অন্য এক রূপে ধরা দিয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী। প্রথমে দেখলে আপনিও তাকে চিনতে পারবেন না।

এখানে তার সেই পরিচিত বলিউড নায়িকাসুলভ জৌলুস নেই। বরং তিনি এখানে অভিনয় করছেন এক সাধারণ মহিলা দলবির সিংহের ভূমিকায়, যিনি তার ভাই সর্বজিৎ-কে জেল থেকে মুক্ত করবার জন্য ক্রমাগত লড়াই চালিয়ে যাচ্ছেন।

ওমাঙ্গ কুমার পরিচালিত এই চলচ্চিত্র বাস্তব জীবনের চরিত্র সর্বজিৎ সিংহের জীবন অবলম্বনে নির্মিত। ভারতীয় সর্বজিৎ পাকিস্তানের জেলে দীর্ঘদিন বন্দি থাকার পর জেলের ভিতরেই খুন হন। সর্বজিৎ-এর ভূমিকায় অভিনয় করছেন রণদীপ হুডা।
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে