বিনোদন ডেস্ক : নাচতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়েছেন বলিউডের বিতর্কীত মডেল ও অভিনেত্রী নার্গিস ফাখরি। ক্রিকেটার মোহাম্মদ আজহারউদ্দিনের বায়োপিক ‘আজহার’ সিনেমার একটি গানের শুটিং সেটে এ ঘটনা ঘটে।
বলিউডের এই বিতর্কিত মডেল ও অভিনেত্রী নতুন সিনেমা ‘আজহার’। এখানে তিনি ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছেন। ছবিতে তার চরিত্রটি হচ্ছে ক্রিকেটার আজহারউদ্দিনের দ্বিতীয় স্ত্রী সঙ্গীতা বিজলানির।
জানা গেছে, সিনেমার শুটিং কিছুদিন আগেই শেষ হয়ে গেছে, কিন্তু নির্মাতারা সিনেমাটিতে অতিরিক্ত আরো একটি গান সংযোজন করতে চান। গানটি ১৯৮৯ সালে মুক্তিপ্রাপ্ত ত্রিদেভ সিনেমার ‘ওয়ে ওয়ে’ গানের নতুন সংস্করণ।
গতকাল একটি স্টুডিওতে গানটির দৃশ্যধারণের কাজ শুটিং করছিলেন এ অভিনেত্রী। সেখানেই তিনি হঠাৎ করে জ্ঞান হারান এবং তাকে সুস্থ করার জন্য ডাক্তার ডাকতে হয়। নার্গিসের প্রচন্ড জ্বর ছিল এবং এরপর শুটিং বন্ধ করতে হয়। শুটিং বন্ধ হয়ে যাওয়ায় নির্মাতাদের ৩৫-৪০ লাখ টাকার লোকসান হয়।
ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক আজহারউদ্দীনের জীবনের বাস্তব ঘটনা অবলস্বনে নির্মিত হচ্ছে সিনেমাটি। এই সিনেমার মাধ্যমে ক্রিকেটার আজহারউদ্দীন এবং ব্যক্তি আজহারউদ্দীনের অনেক ঘটনা পর্দায় তুলে ধরা হবে। আজহার কীভাবে ঘুষ কেলেঙ্কারিতে জড়িয়েছিলেন, প্রথম স্ত্রী নওরীন থাকা সত্ত্বেও সঙ্গীতা বিজলানির সঙ্গে তার প্রেম সবকিছুই ফুটিয়ে তোলা হয়েছে সেলুলয়েডে।আগামী ১৩ মে মুক্তি পাবে সিনেমাটি।
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন