বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬, ০৫:৩১:২৫

জেমসের সাথে একই মঞ্চে গান গাইবেন মেয়র খোকন

জেমসের সাথে একই মঞ্চে গান গাইবেন মেয়র খোকন

বিনোদন ডেস্ক : আজ বৈশাখী কনসার্টে গান পরিবেশন করবেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়ের সাঈদ খোকন। ধানমন্ডি ৮ নম্বরের কলাবাগানে লেফটেন্যান্ট শেখ জামাল মাঠে অনুষ্ঠিত হবে রাঙানো বৈশাখ শিরোনামের অনুষ্ঠান। এখানে জেমস’র পাশাপাশি তিনিও গান গাইবেন।

জানা গেছে, দক্ষিণ সিটি কর্পোরেশনের আয়োজনে এতে আরো গান পরিবেশন করবেন জনপ্রিয় সংগীতশিল্পী জেমস। এ অনুষ্ঠানের ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্বে থাকা ক্লাব ইলেভেন ইনসেপশন মিডিয়ার সিইও খান মুহান্মদ বদরুদ্দীন এ তথ্য জানান।

খান মুহান্মদ বদরুদ্দীন জানিয়েছেন, এ অনুষ্ঠানের চমক হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা দক্ষিণের মেয়র সাঈদ খোকন। অনুষ্ঠানের কনসার্টে ঢাকাবাসীদের বৈশাখী শুভেচ্ছা জানাতে একটি গান গেয়ে শোনানোর আগ্রহ প্রকাশ করেছেন তিনি।

কনসার্টে আরও গান পরিবেশন করেবন, আঁখি আলমগীর, টুনটুন বাউল, ফকির শাহাবুদ্দিন, রন্টি দাশ, দিঠি আনোয়ার, চম্পা বণিক, অনিমা রায়, প্রিয়াঙ্কা গোপ, ইউসুফ আলী খান, মনির, শাহীন, নিরূপম, তানজিম ও ভাইকিংস ব্যান্ড।
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে