বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০১৬, ০৫:৪৬:০৭

ভক্তকে লাথি মেরে মঞ্চ থেকে ফেলে দিলেন গায়ক!

ভক্তকে লাথি মেরে মঞ্চ থেকে ফেলে দিলেন গায়ক!

বিনোদন ডেস্ক : সেলেব্রিটিদের প্রাণ বলা হয় ভক্তদের। ভক্তরা আছে বলেই তারা তারকা। নয় তো সাধারণই থেকে যেত। আর তাই তো ভক্তদের সাথে যথা সম্ভব ভদ্র এবং খুব সুন্দর আচরণই করে থাকেন তারকারা। কিন্তু এবার এক অদ্ভুত আচরণ পাওয়া গেল এক তারকা গায়কের কাছ থকে। যে কিনা মঞ্চ থেকে লাথি দিয়ে এক ভক্তকে নিচে ফেলে দিয়েছেন!

জানা গেছে, পপ ব্যান্ড, 'দ্য স্টোরি সো ফার'-র লাইভ শো চলছিল কানাডার টরেন্টো মড ক্লাবে। লিড সিঙ্গার পার্কার ক্যানন তখন গাইছেন 'হাই রিগার্ড'। গান শুনে অভিভূত এক মহিলা ভক্ত হঠাৎই স্টেজে উঠে পড়েন সেলফি তোলার জন্য। ব্যস! তারপই ঘটে সেই অদ্ভূত ঘটনা।

পার্কার ক্যানন সজোরে এক লাথি মেরে স্টেজ থেকে নীচে ফেলে দেন ওই মহিলা ভক্তকে। এরপর অনেক ভক্তই স্টেজে ওঠেন কিন্তু কাউকেই এভাবে লাথি মেরে ফেলে দিতে দেখা যায়নি। পার্কার ওইমহিলার সঙ্গে কেন ওরকম আচরণ করেছিলেন তার কোনও সঙ্গত কারণ জানা যায়নি। পরে ক্লাব কর্তৃপক্ষ মড ক্লাবে ওই ব্যান্ডের পারফরম্যান্স নিষিদ্ধ করে দেয়।
১৪ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে