বিনোদন ডেস্ক : কলকাতার অনেক নায়ক-নায়িকাই বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত ছবি করেছেন। এরমধ্যে বাকি ছিলেন জিৎ। তবে এবার সেই জিৎও যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করছেন। চলছে ছবির কাজও।
বাংলাদেশের জাজ মাল্টি মিডিয়া ও কলকাতার এস কে মুভিজ যৌথভাবে নির্মাণ করছেন ‘বাদশা’ শিরোনামের চলচ্চিত্র। এতে জিৎ অভিনয় কেরছেন বাদশা চরিত্রে। তার বিপরীতে আছেন বাংলাদেশের আলোচিত মডেল ও উপস্থাপিকা নুসরাত ফারিয়া।
এ ছবির শুটিংয়ের জন্য এক সপ্তাহ বাংলাদেশে থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে শুটিং করেছেন জিৎ। এরপরই তিনি ফিরে গেছেন কলকাতাতে। সেখানে গিয়ে একটি সাক্ষাৎকারে বলেছেন বাংলাদেশের ‘বাদশা’র কাজ ও এদেশের মানুষ সম্পর্কে।
‘বাদশা’র পরিচালক কলকাতার বাবা যাদব ও বাংলাদেশের সীমান্ত। এ ছবিতে কাজের অভিজ্ঞতা কেমন? জানতে চাইলে জিৎ জানিয়েছেন, ‘ভাল কাজ চলছে। অভিজ্ঞতাও খুবই ভাল। ওখানকার মানুষ ভীষণই আন্তরিক’।
ভারত-বাংলাদেশ প্রকল্প কতটা লাভজনক? এমন প্রশ্নে জিতের জবাব, ‘এটাই আমার প্রথম কাজ। একটা চান্স নিয়ে দেখলাম। দেখা যাক, কী রকম হয়। আগ বাড়িয়ে কিছু বলতে চাই না।’
১৫ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন