বিনোদন ডেস্ক : বিশ্বে বলিউডের কিং খান শাহরুখের কত অগনিত ভক্ত আছে তার কোনো ইয়াত্তা নেই। প্রেক্ষাগৃহে তার সিনেমা মুক্তি পেলে ভক্তদের তোরজোড় টের পাওয়া যায়। ভারতজুড়ে এবার বোঝা গেল আজকের অবস্থা।
শুক্রবার ভারতসহ সারাবিশ্বে মুক্তি পেয়েছে চলতি বছরে শাহরুখ খানের প্রথম ছবি ‘ফ্যান’। মুক্তির এ দিনটিকে ঘিরে এমনিতেই ছিল নানা প্রচার প্রচারণা। শাহরুখের কট্টর ভক্তরা রয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে। সবাই তাকে গুরু বলেই মানেন। সোশাল সাইটের মাধ্যমে কিং খানের সঙ্গে তাদের নাকি যোগাযোগও হয়। কিং খানের ভক্ত হতে পেরে তারা আবার গর্বিতও। এমন কট্টর ভক্তদের আজ দেখা গেল ভারতের রাজপথে।
ভারতসহ বিশ্বের প্রায় পাঁচ হাজার সিনেমা হলে মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত মনিশ শর্মার ছবি ‘ফ্যান’। যশ রাজ ফিল্মের ব্যানারে নির্মিত এ সিনেমাটি এরই মধ্যে বেশ আলোচনায়ও। গত বছর শাহরুখ অভিনীত ‘দিলওয়ালে’ বক্স অফিসে যে ক্ষত তৈরি করেছে, তারও নাকি একটা সুরাহা হয়ে যাবে ‘ফ্যান’-এর মধ্যদিয়ে।
তাই আশাবাদী সবাই। তবে এ মুহূর্তে সবচেয়ে আশাবাদী ভারতের বিভিন্ন রাজ্যে বাস করা শাহরুখের অগনিত ভক্ত অনুরাগীরা। ১৫ এপ্রিল গুরুর ‘ফ্যান’ ছবিটি মুক্তি উপলক্ষ্যে সকাল থেকেই তারা হাতে নিয়েছেন বিভিন্ন কর্মসূচি। নেমেছেন রাজপথেও।
ভারতের দিল্লি, চেন্নাই এবং কলকাতার রাজপথে ১৫ এপ্রিল সকাল থেকেই ব্যানার ফেস্টুন হাতে ‘ফ্যান’ এর পোস্টার। দেখলে মনে হবে কোনো রাজনৈতিক সমাবেশ। কিন্তু আদতে তা নয়। ব্যানার ফেস্টুন হাতে বলিউড কিং ভক্তরা আজ মহড়া দিয়েছেন ভারতের রাজপথ। নিজেরা মিছিল করতে করতে গিয়ে হাজির হয়েছেন প্রেক্ষাগৃহের সামনে। রাজপথে ব্যানার-ফেস্টুন হাতে অন্যদেরও আহ্বান জানিয়েছেন ‘ফ্যান’ ছবিটি দেখতে।
আগে থেকেই ‘ফ্যান’-এর পেজ থেকে ‘ফার্স্ট ডে ফার্স্ট শো’ দেখার জন্য আহ্বান ছিল। তাই দিনের প্রথম প্রহরেই মিছিল করে সিনেমা হলে আসেন শাহরুখ ভক্তরা। উড়িষ্যা, গুজরাট, মুম্বাইয়ে এভাবেই রাজপথে ছিলেন শাহরুখ ভক্তরা। বিশ্বজুড়ে শাহরুখ খানের ‘ফ্যান ক্লাব’-এর সদস্য সংখ্যা ১.২ মিলিয়ন বলে জানা গেছে।
১৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম