বিনোদন ডেস্ক : অসামান্য দক্ষতায় আলম গেয়ে যান উস্তাদ বড়ে গুলাম আলির ঠুমরি। কতটা পথ পেরতে হবে এঁকে? তার রুট করাচি শহরেই সীমাবদ্ধ। কিন্তু অটোরিকশ চালানোর সময়ে যে সুর নিজের মনে ভেঁজে ফেলেন মাস্টার আলম, তার রুট সারা পৃথিবীই হতে পারে।
মাস্টার আলম করাচি শহরের জনৈক অটোচালক। কিন্তু তাকে ‘জনৈক’ বলে এড়িয়ে যাওয়া যাবে না তার গান শোনার পর। কেউ কেউ ভিডিও রেকর্ডিং করে রাখেন আলমের গান।
পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। শেয়ার হতে থাকে সেই সব ভিডিও। বাহবাও চলতে থাকে। কিন্তু কী হয় সেই শুকনো বাহবায়? করাচির রাস্তায় কি থমকে ওঠেন বুকের ভিতরকার বড়ে গোলাম?
এভাবেই দিন কেটে যেত। কিন্তু কেউ সেই গানের ভিডিও শেয়ার করে বসেছেন স্বয়ং লতা মঙ্গেশকরকে। স্বয়ং সাম্রাজ্ঞী সেই গানে মুগ্ধ হয়ে শেয়ার করেছেন তার ফেসবুক পেজে।
সঙ্গে মন্তব্য— ‘নমস্কার, এই ভিডিও আমাকে কেউ কিছুক্ষণ আগে পাঠিয়েছেন। তার গান আমাকে মুগ্ধ করেছে। মনে হয়েছে, ঈশ্বর তার নিজের ছন্দেই চমৎকার। দয়া করে এঁর গান শুনুন। আন্তরিকভাবেই বলছি, এই শিল্পীকে ভবিষ্যতে আর অটো চালাতে হবে না। ওর স্থান মাইকের সামনে'।
১৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম