বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে শাহরুখ অভিনীত ‘ফ্যান’। কিন্তু ছবিটি ঘিরে রয়েছে বেশকিছু চমকপ্রদ তথ্য। কি সেই অজানা তথ্য পড়লে জানতে পারবেন-
১. ২০১৫ সালে মুক্তি পাওয়ার কথা ছিল : ‘ফ্যান’-এর শ্যুটিং চলার সময় হাঁটুতে চোট পান শাহরুখ খান। ফলে শ্যুটিং পিছাতে হয়। ছবিটিতে ব্যবহার হওয়া ‘ভিএফএক্স’ কিছুতেই পছন্দ হচ্ছিল না বাদশার। ফলে ‘ফ্যান’-এর মুক্তি ২০১৫-তে আর সম্ভব হয়নি।
২. ‘ফ্যান’-এর লোগো তৈরিতে দেরি : ‘ফ্যান’-এর লোগোতে ব্যবহৃত হয়েছে শাহরুখের বাস্তব জীবনের ভক্তদের ছবি। এর জন্য ভক্তদের নিয়ে একটি প্রতিযোগিতা হয়। সেখান থেকে ১০০ জন ভক্তকে বেছে নেয়া হয়। এরপর তাদের প্রোফাইল পিকচারের কোলাজে তৈরি করা হয় লোগো।
৩. ‘মন্নত’-এর নকল বাড়ি তৈরিতে সময় লাগে : পরিচালক মণীশ শর্মা চেয়েছিলেন শাহরুখের বাড়ি ‘মন্নত’-এ শ্যুটিং করতে। কিন্তু প্রশাসন অনুমতি না দেয়ায় নকল ‘মন্নত’ তৈরিতে সময় লেগে যায়। ফলে নির্দিষ্ট সময়ে ‘ফ্যান’-এর শ্যুটিং শেষ করা সম্ভব হয়নি।
৪. শাহরুখের ডাবল রোলে অভিনয় সহজ হয়নি : ‘ফ্যান’-এ শাহরুখের ভক্ত ‘গৌরব’-এর চরিত্রে অভিনয় করতে শাহরুখকে ‘থ্রি ডি স্ক্যানিং’ করাতে হয়েছিল। এর জন্য আমেরিকাও যেতে হয়েছিল তাকে। এর জন্যও খানিকটা সময় নষ্ট হয়েছিল ‘ফ্যান’-এর শ্যুটিংয়ের।
৫. হলিউড থেকে মেকআপ আর্টিস্ট আসতে দেরি : ‘ফ্যান’-এর জন্য আনা হয়েছিল হলিউডের অন্যতম সেরা মেকআপ আর্টিস্ট গ্রেগ ক্যানোমকে। উদ্দেশ্য ছিল ‘গৌরব’-এর চরিত্রকে ভালোভাবে ফুটিয়ে তোলা। কিন্তু প্রথমে গ্রেগের ডেট পেতে দেরি হচ্ছিল।
৬. ৮ বছর আগে ‘ফ্যান’ তৈরির পরিকল্পনা হয় : ‘রব নে বনা দি জোড়ি’র সহকারি পরিচালক ছিলেন মণীশ শর্মা। সেই সময়েই শাহরুখের সঙ্গে ‘ফ্যান’ তৈরি নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল। কিন্তু নানা কারণে পিছিয়ে যাচ্ছিল ছবি তৈরির ডেট।
৭. হলিউড ছবির রিমেক বলে গুজব : ১৯৯৬ সালে হলিউডেও ‘ফ্যান’ বলে একটি ছবি তৈরি হয়। শাহরুখের ‘ফ্যান’ ওই ছবিরই রিমেক বলে গুজব রটেছিল। এতে খানিকটা হলেও প্রভাব পড়েছিল বলিউডের ‘ফ্যান’-এর মেকিং-এ।
৮. ছবিতে দুই নায়িকারও গুরুত্ব আছে : ‘ফ্যান’ শাহরুখ-সর্বস্ব ছবি নয়। দুই নায়িকারও যথেষ্ট গুরুত্ব রয়েছে ছবিতে।
৯. ‘ফ্যান’ নিয়ে শাহরুখের প্রতিক্রিয়া : এই ছবিকে শাহরুখ তার জীবনের অন্যতম সেরা ছবি বলে বর্ণনা করেছেন।
১০. দেশ-বিদেশের একাধিক জায়গায় শ্যুটিং : মুম্বাই, দিল্লি শুধু নয় ক্রোয়েশিয়া, লন্ডনেও ছবির শ্যুটিং হয়।
১১. ক্রোয়েশিয়ায় চোট পান শাহরুখ : শ্যুটিং চলাকালীন যেখানে গুরুতর চোট পেয়েছিলেন বলিউড বাদশা।
১২. মাদাম তুসো জাদুঘরে শ্যুটিং : ‘ফ্যান’ প্রথম ছবি, যার শ্যুটিং হয়েছে মাদাম তুসোর মিউজিয়ামে।
১৩. শ্যুটিং-এ মোবাইলে নিষেধাজ্ঞা : ‘ফ্যান’-এর শ্যুটিং নিয়ে প্রবল গোপনীয়তা রাখা হয়েছিল। কোনোভাবে শ্যুটিংয়ের একটি ছবিও যাতে বাইরে না যায়, তার জন্য মোবাইল ফোনে নিষেধাজ্ঞা ছিল।
১৪. ছবিতে ব্যবহৃত ফুটেজ আসল : ‘ফ্যান’-এ ভক্তদের উদ্দেশ্যে শাহরুখের হাত নাড়ার যেসব ছবি ব্যবহার করা হয়েছে তা আসল।
১৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম