শুক্রবার, ১৫ এপ্রিল, ২০১৬, ০৯:৫৫:১৫

সেই পুরনো বরকেই আবার বিয়ে করছেন অভিনেত্রী নিকোল!

সেই পুরনো বরকেই আবার বিয়ে করছেন অভিনেত্রী নিকোল!

বিনোদন ডেস্ক : সেই পুরনো বরকেই আবার বিয়ে করছেন অস্কার জয়ী অভিনেত্রী নিকোল কিডম্যান! কিথ আরবানকে ভুলতে পারছেন না তিনি।  

 
হলিউড লাইফের এক খবরে প্রকাশ, দশম বিবাহবার্ষিকীতে ফের বিয়ে করার পরিকল্পনা করছেন নিকোল কিডম্যান ও কিথ আরবান।  

আগামী ২৬ জুন আবার তারা বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।  এ তারিখ  নিকোল-কিথ নির্ধারণ করেছেন।
 
এখনো একসঙ্গে ডেট-এ যান মাঝে মাঝেই।  এই ১০ বছরে কখনোই প্রেমে ভাটা পড়তে দেননি তারা।

সে জন্যই পুরনো বরকে আবার বিয়ে করতে যাচ্ছেন নিকোল! তবে টাকা-পয়সা খরচের ব্যাপারে বরাবরই খুব সতর্ক তিনি।  ৪৮ বছর বয়সী এই অস্ট্রেলীয় তারকা গান-বাজনা নিয়ে আবেগটা ভালো বোঝেন।  
১৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে