বিনোদন ডেস্ক : অভিনেত্রী প্রত্যুষা ব্যানার্জির মৃত্যু ঘটনা তদন্তে খুশি নন তার মা সোমা বন্দ্যোপাধ্যায়। তাই এবার ন্যায় বিচার চেয়ে তিনি চিঠি লিখলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশকে। মুখ্যমন্ত্রীকে তিনি অনুরোধ করেছেন, যাতে প্রত্যুষার মৃত্যুর তদন্তের দায়িত্ব মুম্বাই পুলিশের অপরাধ দমন শাখাকে দেয়া হয়।
চিঠিতে সোমা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, তার দৃঢ় বিশ্বাস প্রত্যুষা আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে। মেয়ের মৃত্যুতে অভিযুক্ত প্রত্যুষার প্রেমিক রাহুল রাজ সিং সাক্ষীদের ভয় দেখাচ্ছেন। তার দাবি, প্রত্যুষা কখনওই অবসাদে ভুগছিলেন না। বরং রাহুল রাজ তার মেয়েকে শারীরিক এবং মানসিক অত্যাচার করতো।
শুধু মুখ্যমন্ত্রীই নন, প্রত্যুষার মা একই রকম চিঠি গৃহমন্ত্রী রঞ্জিত পাতিল, পুলিশ কমিশনার দত্তা পদসালগিকার এবং যুগ্ম কমিশনার দেবেন ভারতীকেও পাঠিয়েছেন বলে জানিয়েছে এনডিটিভি।
এ বিষয়ে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রঞ্জিত পাতিল জানান, এই মামলার তদন্তভার অপরাধ দমন শাখার হাতে দেওয়া হবে কি না, সে ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে যত দ্রুত সম্ভব এই মামলার তদন্ত করতে পুলিশকে নির্দেশ দেয়া হয়েছে।
গত ১ এপ্রিল মুম্বাইয়ে নিজের বাড়িতে প্রত্যুষাকে সিলিং ফ্যান থেকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তার। প্রত্যুষা ব্যানার্জির মৃত্যুর ঘটনায় তার প্রেমিক রাহুল রাজকে গ্রেফতার করেছে পুলিশ।
ঝাড়খণ্ডের মেয়ে প্রত্যুষা ‘বালিকা বধূ’ সিরিয়ালে ‘আনন্দী’ চরিত্রের জন্য ভারতীয় দর্শকদের কাছে খুবই জনপ্রিয় ছিলেন। তার মৃত্যু নিয়ে রহস্য আরো ঘণীভূত হচ্ছে।
১৫ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম