শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬, ১০:৩৫:৩২

মোদির উপরে প্রিয়াঙ্কা

মোদির উপরে প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পিছনে ফেলে তার উপরে উঠে এলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ম্যাগাজিনে প্রকাশিত বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তিদের তালিকায় মোদির থেকে বেশি ভোট পেয়ে এ অবস্থানে আসেন প্রিয়াঙ্কা চোপড়া।

অনলাইনে একটি ভোটের ব্যবস্থা করেছিল আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ওই ম্যাগাজিন। সেখানেই বিশ্বের সবথেকে প্রভাবশালী ব্যক্তিদের মনোনীত করার অপশন ছিল। সেখানেই মোদিকে টেক্কা দিয়ে এগিয়ে গিয়েছেন প্রিয়ঙ্কা।

প্রিয়ঙ্কা পেয়েছেন ০.৮ শতাংশ ভোট। সেখানে মোদী পেয়েছেন ০.৭ শতাংশ। বলিউডের পাশাপাশি হলিউডে বেশ ব্যস্ত সময় পার করছেন প্রিয়াঙ্কা। সেখানেও তিনি পাচ্ছেন সফলতা।

‘কোয়ান্টিকো’-এ তাঁর অভিনয়ে মুগ্ধ গোটা বিশ্ব। শুধু ভারতের প্রধানমন্ত্রীই নন, জনপ্রিয়তায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওল্যাদে, এবং ডেভিড ক্যামেরনের থেকেও এগিয়ে রয়েছেন প্রিয়ঙ্কা।

ওই ম্যাগাজিনের সমীক্ষা অনুযায়ী, হিলারি ক্লিনটনের থেকে তিনগুণ এগিয়ে রয়েছেন তার প্রতিদ্বন্দ্বী গণতান্ত্রিক প্রেসিডেন্ট পদপ্রার্থী বার্নি সান্ডার্স। ওই সমীক্ষায় সান্ডার্স পেয়েছেন ৩.৩ শতাংশ ভোট। ক্লিনটন পেয়েছেন ১ শতাংশ।

বিশ্বের ১০০ জন প্রভাবশালী ব্যক্তির তালিকায় রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, মায়ানমারের নেত্রী আং সান সু চি, শান্তির জন্য নোবেল পুরস্কার জয়ী পাকিস্তানি সক্রিয় কর্মী মালালা ইউসুফজাই।
১৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে