বিনোদন ডেস্ক : বিতর্ক পিছু ছাড়ছে না সঞ্জয় দত্তের। তা জেলে হোক বা জেলের বাইরে হোক। সম্প্রতি জেল থেকে মুক্তি পেয়েছেন তিনি। কিন্তু তার সঙ্গে বোধ হয় বিতর্কটাও বাড়ি ফিরেছে। এ বার তিনি যা করলেন তাতে তাঁর প্রতিবেশীরা পুলিশের দ্বারস্থ হতে বাধ্য হল।
দু’দিন আগে সঞ্জয়ের বাড়ির ছাদে পার্টি হচ্ছিল। সেখানে প্রচুর নাকি শোরগোল হচ্ছিল। প্রচন্ড জোরে গানবাজনা চলছিল। গভীর রাতেও তা থামছিল না। ফলে ক্ষুব্ধ প্রতিবেশীরা পুলিশকে ফোন করেন বলে জানা গিয়েছে। ভোর চারটে নাগাদ পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয় বলে খবর।
এই ঘটনার পর সঞ্জয়ের প্রতিবেশীরা বিরক্ত হয়ে বলছেন, যাই হোক না কেন, সঞ্জয়ের কোনও বদল হওয়ার নয়।
১৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪.কম/সৈকত/এমএস