শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬, ১২:৫২:১২

প্রিয়ঙ্কা চোপড়ার ভাগ্য বদলের গল্প, জানলে অবাক হবেন আপনিও

প্রিয়ঙ্কা চোপড়ার ভাগ্য বদলের গল্প, জানলে অবাক হবেন আপনিও

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আজ তিনি সফলতার উচ্চ শিখরে অবস্থান করছেন। বলিউড ছাপিয়ে এখন তিনি হলিউডেও নিজের একপা পাকা অবস্থান তৈরি করে নিয়েছেন।

বর্তমানে প্রিয়ঙ্কা চোপড়া গোটা বিশ্বের হার্ট থ্রবে পর্যবসিত হয়েছেন। হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছ থেকে ডিনারের আমন্ত্রণ পেয়েছেন। ভারতে পেয়েছেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মান পদ্মশ্রী। প্রিয়ঙ্কা অভিনীত ‘কোয়ান্টিকো’ও জিতেছে ‘দ্য সেক্সিয়েস্ট টিভি কাস্ট’ খেতাব।

কিন্তু প্রিয়ঙ্কার ভাগ্য ঘুরে গিয়েছিল কীভাবে জানেন? আজ থেকে ষোলো বছর আগে মিস ওয়ার্ল্ড-এর মুকুট পরেছিলেন তিনি। তার পর থেকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি প্রিয়ঙ্কাকে। সাফল্য এখন এসে ধরা দিয়েছে প্রিয়ঙ্কার কাছে।

২০০০ সালের মিস ওয়ার্ল্ড প্রিয়ঙ্কা। সেই ইভেন্টের জন্য বেশ কয়েকটি ছবি পাঠিয়েছিলেন প্রিয়ঙ্কা। সেটিই ছিল তার প্রথম ফোটো শ্যুট। মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার জন্য প্রিয়ঙ্কার ছবিগুলো কে পাঠিয়েছিলেন জানেন? প্রিয়ঙ্কার মা। তার পরেরটা ইতিহাস।
১৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে