শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬, ০১:৪৩:৩২

কারিনার নিমন্ত্রণ রক্ষা করলেন না শহীদ কাপুর

কারিনার নিমন্ত্রণ রক্ষা করলেন না শহীদ কাপুর

বিনোদন ডেস্ক : বলিউড তারকা কারিনা কাপুরের সাথে শহীদ কাপুরের সম্পর্ক নেই। তারা এখন একজন আরেক জনের কাছে কেবল মাত্র অতীত ছাড়া আর কিছুই নন। বর্তমানে তারা নিজেরা ব্যস্ত আছেন নিজেদের সংসার নিয়ে।

এদিকে সম্প্রতি একটি খবর শোনা যাচ্ছে যে, শহীদ কাপুরকে নাকি নিজ বাসায় দাওয়াত করেছিলেন কারিনা। কারিনার নাকি ইচ্ছে ছিল এক সাথে বসে তারা খাবার খাবেন। কিন্তু শহীদ নাকি সেই নিমন্ত্রণ রক্ষা করেননি।

ভারতীয় গণমাধ্যমের খবর, 'রেঙ্গুন' ছবিতে একসঙ্গে অভিনয় করছেন শহীদ কাপুর ও সাইফ আলি খান। একসঙ্গে কাজ করতে গিয়ে দু’জনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে উঠেছে। সে কারণে নিজের এবং স্ত্রী'র পক্ষ থেকে শহীদকে নিজেদের অনুষ্ঠানে নিমন্ত্রণ জানান সাইফ। কিন্তু সেই নিমন্ত্রণ রক্ষা করেননি শহীদ।

প্রসঙ্গত, প্রেম ভেঙে গেলে ‘ভালো বন্ধু’ দাবী করে পুরনো সম্পর্ক অটুট রাখেন বলিউডের অনেক জুটি। তবে অনেকেই সেটা পারেন না। হাসিঠাট্টা দূরে থাক, সাধারণ হাই-হ্যালোর সম্পর্কও চালিয়ে যেতে পারেন না তারা। শহীদ কাপুর এই দলেরই এক তারকা, যিনি প্রাক্তন প্রেমিকা কারিনা কাপুরের সাথে গল্পগুজব-হাসিঠাট্টার বিনিময়ের সুযোগ পেয়েও তা এড়িয়ে গেলেন।
১৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে