শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬, ০২:১৩:৪১

এবার বলিউড ‍ছবিতে শচিন টেণ্ডুলকারের ছেলে অর্জূন

এবার বলিউড ‍ছবিতে শচিন টেণ্ডুলকারের ছেলে অর্জূন

বিনোদন ডেস্ক : শচিন টেণ্ডুলকারকে বলা হয় ক্রিকেটের ঈশ্বর। কিংবদন্তী এই কিক্রেটাকে জানার আগ্রহ কম নয় পুরো বিশ্বজুড়ে মানুষের মাঝে। সে দিক মাথায় রেখেই মাস্টার ব্লাস্টার শচিন টেণ্ডুলকারকে নিয়ে নির্মাণ করা হয়েছে চলচ্চিত্র ‘শচিন- অ্যা বিলিয়ন ড্রিমস'।

সম্প্রতি মুক্তিও পেয়েছে ‌‘শচিন- অ্যা বিলিয়ন ড্রিমস' এর টিজার দেখেই আন্দাজ করা গেছে সে শুধু ২২ গজেই না, পর্দায়ও চলবে মাস্টার ব্লাস্টারের রাজত্ব। ছবিতে শচিন টেণ্ডুলকারের 'গড অব ক্রিকেট' হয়ে ওঠার গল্পই রয়েছে এই বায়োপিকে। ছোটবেলা থেকে একশো সেঞ্চুরির মালিক হয়ে ওঠা, সবই রয়েছে এই ছবিতে।

এদিকে শচিনকে নিয়ে ভক্তদের কৌতুহলের শেষ নেই। তাই টিজার দেখার পর থেকেই ভক্তদের মনে উঁকি মারছে একটা প্রশ্ন। কাকে দেখা যাবে ছোট 'লিটল মাস্টার'-র চরিত্রে?

শুক্রবার পাওয়া গেল সে প্রশ্নের উত্তর। আর কেউ নয়, ছোট শচিনের ভূমিকায় দেখা যাবে জুনিয়র টেণ্ডুলকারকে অর্থাৎ অর্জুন টেণ্ডলকারকে। অন্যদিকে মাস্টার ব্লাস্টারের দাদা নিতীন টেণ্ডুলকারের ভূমিকায় দেখা যাবে ডেবিউটান্ট অভিনেতা ময়ূরেশকে।
১৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে