শনিবার, ১৬ এপ্রিল, ২০১৬, ০২:৪২:২৪

অসাধরণ দাপট! প্রথম দিনেই শাহরুখের পকেটে ২০ কোটি

অসাধরণ দাপট! প্রথম দিনেই শাহরুখের পকেটে ২০ কোটি

বিনোদন ডেস্ক : ভক্ত-অনুরাগীদের সমর্থন ছাড়া পৃথিবীতে কেউ কখনো স্টার হয়ে উঠতে পারেনি, ভক্তরাই একজন সাধারণ মানুষকে তারকা বানিয়ে দেয়। সেসব ভক্ত আর এক তারকার গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘ফ্যান’। এখানের প্রধান চরিত্রে আছেন বলিউড বাদশা শাহরুখ খান।

ব্যাপক আগ্রহ সৃষ্টি করা শাহরুখ খানের ‘ফ্যান’ মুক্তি পেয়েছে ১৫ এপ্রিল শুক্রবার। আর মুক্তির প্রথম দিনই কিং খানের এ ছবি ভেঙে দিল সব রেকর্ড। অর্থাৎ বাদশার ‘ফ্যান’ সবাইকে ছাপিয়ে প্রথম দিনেই আয় করেছে ২০.৫ কোটি রুপি! এ হিসেব শুধু ভারতের বক্স অফিসে।

এদিকে গেল বছর শেষের দিকে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত ছবি ‘দিলওয়ালে’। তারকাসমৃদ্ধ এ ছবিটি বক্স অফিসে ব্যবসা করতে সমর্থ হলেও নুন্যতম প্রশংসা আদায় করে দারুণ ভাবে ব্যর্থ হয়েছে। খেতাব পেয়েছে বাজে নির্মাণ ছবির। এর জন কলা পুরস্কারও পেতে হয়েছিল।

তবে সব সমালোচনাকে পাশ কাটিয়ে ফের প্রেক্ষাগৃহে ফিরলেন শাহরুখ, এবার বীরদর্পে ‘ফ্যান’ এর মাধ্যমে। মুক্তির প্রথম দিনেই ছবিটি যেমন সিনে-আলোচকদের প্রশংসায় ভাসছে, ঠিক তেমনি বক্স অফিসেও আয় করেছেন সাড়ে বিশ কোটি রুপি!

জানা গেছে, মুক্তির প্রথম দিনে শুধুমাত্র ভারতেই শাহরুখের ‘ফ্যান’ আয় করে ২০.৫ কোটি রুপি। যা চলতি বছরে মুক্তির প্রথম দিনে বলিউডের যেকোনো সিনেমা থেকে বেশি। শুধু তাই নয়, অক্ষয় কুমার অভিনীত চলতি বছরে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা ‘এয়ারলিফট’কেও ছাড়িয়ে গেছে ফ্যান!

অন্যদিকে বলিউডের ‘অল টাইম অপেনিং ডে’-তেও বেশি আয়ের দিক থেকে ১৪তম জায়গা করে নিয়েছে শাহরুখের ‘ফ্যান’ ছবিটি। আর শাহরুখ অভিনীত ‘হ্যাপি নিউ ইয়ার’, ‘চেন্নাই এক্সপ্রেস’ এবং ‘দিলওয়ালে’র পরেই মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি আয় করা সিনেমার মধ্যে চার নম্বরে আছে ‘ফ্যান’। এইসব মিলিয়ে বলা যায়, ভালো কিছুই করতে যাচ্ছে শাহরুখের এই নতুন ছবিটি!
১৬ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে