বিনোদন ডেস্ক : রবীন্দ্র জাদেজা সত্যি সত্যিই অলরাউন্ডার। মাঠের ভেতরে যেমন তিনি ব্যাট ও বলে দক্ষ, মাঠের বাইরেও দক্ষ অসি-চালনায়। নিজের বিয়ের অনুষ্ঠানেই তরোয়াল ঘুরিয়েছেন জাদেজা।
এর আগেও ভারতের অলরাউন্ডার খেলার মাঠে তরোয়াল ঘুরিয়েছেন। তবে তা ব্যাট নিয়ে। এর জন্য গুজরাতের অলরাউন্ডারকে কম ভোগান্তি পোহাতে হয়নি।
জাদেজা ও ইংল্যান্ডের বোলার জেমস অ্যান্ডারসনের মধ্যে ঝামেলা লেগে গিয়েছিল ২০১৪-এর ইংল্যান্ড সফরে। ট্রেন্ট ব্রিজে অ্যান্ডারসনের সঙ্গে ঝামেলার জবাব লর্ডসে দিয়েছিলেন বাঁ হাতি অলরাউন্ডার।
লর্ডসে পঞ্চাশ করার পর অভিনব পদ্ধতিতে তা উদযাপন করেছিলেন জাদেজা। মাঠেই তরোয়ালের মতো ব্যাট ঘুরিয়েছিলেন জাদেজা। সেই নিয়েও সমালোচনা হয়েছিল।
কালি খরচ হয়েছিল সংবাদপত্রে। এ তো গেল খেলার মাঠের কথা। এবার নিজের বিয়েতেই জাদেজা ‘স্কিল’ দেখালেন। এই স্কিল অবশ্য ক্রিকেটের নয়, তার বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে জাদেজাকে তরোয়াল ঘোরাতে দেখা গেছে।
১৭ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম