সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ০৮:২৪:৩২

সুখবর! অতঃপর সিনেমাতে ফিরে আসছেন পূর্ণিমা

সুখবর! অতঃপর সিনেমাতে ফিরে আসছেন পূর্ণিমা

বিনোদন ডেস্ক : পূর্ণিমা ঢাকাই সিনেমার অত্যন্ত জনপ্রিয় একটি মুখ। পর্দায় যার সাবলীল উপস্থিতি বরাবরই দর্শককে বেঁধে রাখত মন্ত্র-মুগ্ধর ন্যায়। বিয়ে করার পর থেকে সেই পূর্ণিমা ছিলেন চলচ্চিত্র থেকে দূরে। যদিও বেশ ক'বার ফেরার চেষ্টা করেছিলেন। কিন্তু পারিবারিক কারণে সে আর সম্ভব হয়ে উঠেনি। তবে এবার তিনি তার ভক্তদের দিলেন দারুণ সুখবর। অর্থাৎ পূর্ণিমা আবারও সিনেমায় ফিরছেন।

জানা গেছে অটিস্টিক শিশুদের নিয়ে ‌‘বন্ধ দরজা’ শিরোনামে নির্মিত চলচ্চিত্রের মাধ্যমে তিনি ফিরে আসছেন বড়পর্দায়। এ ছবিতে অভিনয়ের ব্যাপারটি গতকাল নিশ্চিত করেছেন তিনি।

‘বন্ধ দরজা’ ছবিটি পরিচালনা করবেন শাহরিয়ার নাজিম জয়। ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে শিগগিরই এই ছবির শুটিং শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক জয়। প্রার্থনার পর এটি জয়ের দ্বিতীয় ছবি।

রোববার পূর্ণিমা জানিয়েছেন, ‘কিছুদিন আগে জয় ভাইয়ের সঙ্গে সিলেটে একটি নাটকের শুটিং করেছি। সেখানেই এই ছবি নিয়ে আলাপ হয়। ছবির গল্পটা ভালো লেগেছে।’

দীর্ঘ বিরতি প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘আমার পরিবারকে সময় দিতে হয়। মেয়েটা বড় হচ্ছে, তাকে সময় দেওয়ার জন্যই এই বিরতি। সে একটু বড় হয়েছে। এখন আবারও কাজ শুরু করব।’

ছবি শুরুর পর নিরবচ্ছিন্নভাবে কাজ করতে সমস্যা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘সমস্যা হবে না। শুটিংয়ের জন্য টানা শিডিউল দিতে হয়। সেটা আমার পক্ষে সম্ভব নয়। জয় ভাইকে সেটা জানিয়েছি। তিনি সেভাবেই শুটিংয়ের শিডিউল করবেন বলে আশ্বস্ত করেছেন।’

চার বছর আগে পূর্ণিমা অভিনয় করেছিলেন ‘ছায়াছবি’ নামের একটি সিনেমায়। মুহাম্মাদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ওই ছবিটি এখনো মুক্তি পায়নি। তার মুক্তিপ্রাপ্ত সাম্প্রতিকতম ছবির নাম ‘লোভে পাপ পাপে মৃত্যু’।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে