সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ১২:১৩:৩১

সালমান খানের আসনে জিৎ

সালমান খানের আসনে জিৎ

বিনোদন ডেস্ক : ভারতের সব থেকে বড় রিয়েলিটি শো ‌‌‌‘বিগ বস’। বলিউড সুপারস্টার সালমান খানের প্রাণবন্ত সঞ্চালনায় এ যাবতকালের এটিই হচ্ছে সর্বসেরা রিয়েলিটি শো। ইতোমধ্যে এই শোয়ের ৯ম আসর শেষ হয়েছে।

এদিকে তুমুল জনপ্রিয় এই শোটি এখন থেকে শুরু হয়েছে বাংলাতেও। সেটি হচ্ছে কালার্স বাংলায়। আর এই বাংলা ‘বিগ বস্‌’এর সঞ্চালনায় কলকাতার সুপারস্টার জিৎ। ছোট পর্দা-বড় পর্দা দুই-ই সামলাচ্ছেন জিৎ।

এ প্রসঙ্গে জিৎ বলছেন, ‘বিগ বস্‌’এর সঞ্চালনা তিনি বেশ উপভোগ করছেন। শো’য়ের ফিডব্যাকও বেশ ভাল। ‘১৪ এপ্রিল দিনটা আমার কাছে বেশ গুরুত্বপূর্ণ। ‘পাওয়ার’এর মুক্তি তো বটেই। ওই দিন ‘বিগ বস্‌’এর টিআরপি’র হদিসও জানা যাবে’।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে