সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ০১:৫১:৩৪

সালমানের সব কথা মুছে ফেলেছেন ঐশ্বরিয়া!

সালমানের সব কথা মুছে ফেলেছেন ঐশ্বরিয়া!

বিনোদন ডেস্ক : মুক্তি পেয়েছে ঐশ্বরিয়া রাই ও রণদীপ হুডা অভিনীতি আলোচিত ‘সর্বজিৎ’ ছবির ট্রেলার। বাস্তব ঘটনাকে অবলম্বন করেই নির্মিত এই ছবিটি। তাই এ ছবিটি নিয়ে এরই মধ্যে ব্যাপক আগ্রহ জন্মেছে সিনেপ্রেমীদের মাঝে।

এদিকে চমকে যাওয়ার মত একটি খবর এরই মধ্যে প্রকাশ পেয়েছে। আর তা হলো এ ছবি থেকে বেশ কায়দা করে বাদ দেয়া হয়েছে সুপারস্টার সালমান খানকে। যার জন্য ছবির কোথাও উল্লেখ নেই সালমান খান!

প্রসঙ্গত, সর্বজিৎ-এর পাকিস্তানের জেল থেকে মুক্তির বিষয় বিশাল গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন অভিনেতা সালমান খান। কিন্তু ছবিতে সে প্রসঙ্গে একটা কথাও উল্লেখ করা হয়নি। সূত্রের দাবি, ঐশ্বরিয়া ইচ্ছাকৃতভাবেই ছবি থেকে সলমনের অংশটা বাদ দিয়েছেন।

ছবিটি মূলত প্রতিবেশী দেশে চর সন্দেহে বন্দি থাকা এক ভাইকে এক বোনের জেল থেকে বের করে আনার গল্প। ছবিতে দেখানো হয়েছে কীভাবে সর্বজিৎ-এর বোন দলবীর কৌর লড়াই করেছেন তার ভাইয়ের বন্দিদশা কাটানোর জন্যে।

সালমন খানের যেহেতু পাকিস্তানে বহু অনুরাগী রয়েছে, তাই বাস্তবে ‘সর্বজিৎ’-এর বোন ভেবেছিলেন সালমান যদি তার ভাইয়ের হয়ে বলেন, তাহলে হয়তো তার বিষয়টা আরও অনেক সহানুভূতির সঙ্গে দেখা হবে। মূলত সালমান সর্বজিৎকে জেল থেকে ছাড়িয়ে আনতে বহু চেষ্টাও করেছেন। কিন্তু এই পুরো ঘটনার কথা বায়োপিকে কোথাও উল্লেখ করা হয়নি।

এদিকে সকলেরই জানা সালমান-ঐশ্বরিয়া একে অপরের সঙ্গে কথাও বলেন না। ছবির এক ক্রু সদস্যের কথায় অ্যাশ-সালমানকে ক্যামরার সামনে একে অপরের মুখোমুখিও দাঁড় করানো সম্ভবন নয়। তাই ভাবনা-চিন্তা করেই ছবির নির্মাতারা সালমানের বিষয় কোনও উল্লেখই করেননি ছবিতে।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে