নিউজ ডেস্ক : ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে সরকার। এরজন্য দেশে প্রতিনিয়তই বাড়ছে তথ্য প্রযুক্তির উপর আগ্রহ। ইন্টারনেটের আওয়াতায় যুক্ত হচ্ছে নতুন নতুন গ্রাহক। যা গত দুমাসের তুলনায় এ বছর ইন্টারনেট গ্রাহক বেড়েছে ১ কোটি।
এ প্রসঙ্গে বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, বর্তমানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা ৬ কোটি ১২ লাখ ৮৮ হাজার। গত ফেব্রুয়ারিতে এই সংখ্যা ছিল ৫ কোটি ৮৩ লাখ, আর জানুয়ারিতে ৫ কোটি ৬১ লাখ।
আজ সোমবার তারানা হালিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন।
তিনি লিখেছেন, ‘গতবছর ফেব্রুয়ারিতে বাংলাদেশে ৪ কোটি ৪৬ লাখ ২৫ হাজার মানুষ ইন্টারনেট সেবা কিনতেন। এই হিসেবে দেশে ইন্টারনেট গ্রাহক বাড়ছে প্রায় ৩৮ শতাংশ।’
প্রতিমন্ত্রী তার আরও লিখেছেন ‘আমরা ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে বাংলাদেশের জনগণের দৌড়গোঁড়ায় ইন্টারনেট সেবা পৌঁছিয়ে দেওয়ার জন্য দিন-রাত কাজ করে চলেছি। ইন্টারনেট গ্রাহক বৃদ্ধি আমাদের এই পরিশ্রমেরই প্রতিফলন।’
তারানা হালিমের লেখা পোস্টটি দেখতে ক্লিক করতে পারেন এই লিংকে: https://www.facebook.com/TaranaHalimMP/?fref=ts
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন