সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ০৪:১৩:৪২

একি করলেন সালমান খান! সাংবাদিকের দিকে তেড়ে গেলেন কেন?

একি করলেন সালমান খান! সাংবাদিকের দিকে তেড়ে গেলেন কেন?

বিনোদন ডেস্ক : অন্যের উপকার করতে জুড়ি নেই বলিউড সুপারস্টার সালমান খানের। তবে এই তিনিই আবার কখন যে কার উপর অগ্নিমূর্তি ধারণ করবেন, তা বুঝাও মুশকিল। আর তাই কি তিনি সাংবদিকের সঙ্গে খারাপ ব্যবহার করে সংবাদ শিরোনামে উঠে আসলেন তিনি।

জানা গিয়েছে, সম্প্রতি ‘সুলতান’-এর সেটে এক সাংবাদিক ভাইজানের ছবি তুলতে চান। কিন্তু সালমানের বডিগার্ডরা তাকে বাধা দেন। ওই সাংবাদিক দীর্ঘক্ষণ অপেক্ষা করেন। তার পর শুটিং শেষ হলে সালমান বেরিয়ে যাওয়ার সময় তার ছবি তুলতে চেষ্টা করেন। ঠিক তখনই রেগে ওঠেন ভাইজান। কার্যত ওই সাংবাদিকের দিকে তেড়ে গিয়ে তাকে বলেন, ‘আমাকে চেজ করা বন্ধ করুন।’ পরিস্থিতি সামাল দিতে ফের এগিয়ে আসেন বডিগার্ডরা।

এর আগেও সাংবাদিকদের সঙ্গে খারাপ ব্যবহারের রেকর্ড রয়েছে সালমানের। ‘কিক’ ছবির প্রোমশলান ইভেন্টে সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার করায় সালমানকে ‘ব্যান’ও করেছিলেন চিত্রসাংবাদিকদের একাংশ।

তবে সালমানের বোন অর্পিতা খানের বিয়ের সময় সেই সম্পর্ক ঠিক হয়ে যায়। কিন্তু এই ঘটনার পর প্রশ্ন উঠছে, ঠিক কী কারণে ওই ব্যবহার করেছিলেন তিনি? তার কি সত্যিই আরও সতর্ক হওয়া উচিত ছিল?
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে