সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ০৬:১৮:০৫

জিৎ-ফারিয়ার দ্বন্দ্ব! কিন্তু কেন?

জিৎ-ফারিয়ার দ্বন্দ্ব! কিন্তু কেন?

বিনোদন ডেস্ক : ঢাকা ও কলকাতার যৌথ প্রযোজনার ছবি ‘বাদশা’তে প্রধান চরিত্রে অভিনয় করছেন কলকাতার সুপারস্টার জিৎ। এ ছবিতে তার বিপরীতে প্রথমে জোলির অভিনয়ের কথা থাকলেও পরে তাকে বাদ দিয়ে নেয়া হয় নুসরাত ফারিয়াকে।

ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার এসকে মুভিজের যৌথ প্রযোজনার এ ছবিটির শুটিংয়ে অংশ নিতে ১৩ মার্চ ঢাকায় এসেছিলেন জিৎ। এখানে এক সপ্তাহ থেকে তিনি ছবিটির বিভিন্ন দৃশ্যের শুটিং করেন। তবে মজার ব্যাপার হচ্ছে, এ ছবির একমাত্র নায়িকা নুসরাত ফারিয়ার সাথে জিৎ একবারও নাকি দেখা করেননি!

একটি সূত্র বলছে চিতের সাথে ফারিয়ার দ্বন্দ্ব চলছে! তবে কি সেই দ্বন্দ্ব, তা এখনও জানা যায়নি। একটি অনলাইন পোর্টাল খবর দিয়েছে, এ প্রসঙ্গে ফারিয়ার কাছে জানতে চেয়েও কোন উত্তর পাননি। বরং ফারিয়া প্রসঙ্গ ঘুরিয়ে ফেলেন।

নাম প্রকাশে অনিচ্ছুক প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার এক কর্মকর্তার বরতার দিয়ে ওই অনলাইন পোর্টালটি জানায়, জিতের সঙ্গে ফারিয়ার মানসিক দ্বন্দ্ব তৈরি হয়েছে। বাংলাদেশে দুজনের বেশ কয়েকটি দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল। অথচ জিৎ সেটা না করেই কলকাতা ফিরে গেছেন।

অপরদিকে ২৮ মার্চ এই ছবির শুটিংয়ের জন্য কলকাতা যান ফারিয়া। কিন্তু জিতের শিডিউল না পাওয়ায় শুটিং হয়নি! এবার নতুন শিডিউল ২৩ এপ্রিল থেকে। মে মাসে দুজনের শুটিং হওয়ার কথা যুক্তরাজ্যেও। কিন্তু সেটা কতটা সফল হয়! এ নিয়েও তৈরি হয়েছে সংশয়। তবে প্রশ্ন একটাই, কি এমন দ্বন্দ্ব হলো তাদের মাঝে?
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/এসপি/এমএন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে