বিনোদন ডেস্ক : নিজের বিয়েতে কারিনা কাপুর খানকে ডাকবেন বিপাশা বসু। এমন শোনা যাচ্ছে। কারিনার সঙ্গে আসতে পারেন সাইফ আলি খানও।
কারিনার সঙ্গে বিপাশার সম্পর্ক ভালো নয়। সুযোগ পেলেই বিপাশাকে কথায় বিঁধেছেন কারিনা। ছাড়েননি বিপাশাও। তাই বিপাশা-করণের বিয়েতে কারিনার নিমন্ত্রণ ভক্তদের অবাকই করেছে।
এদিকে সাইফের সঙ্গে নাকি একসময় বিপাশার সম্পর্ক ছিল বলে শোনা যায়। তখন বিপাশা ও সাইফ দু’জনেই ছিলেন সিঙ্গল। এরপর রেসের সময় সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। কিন্তু এরপর আর তা টেকেনি।
শোনা গিয়েছিল, বিপাশা নাকি তার বিয়েতে কোনো সাবেক প্রেমিককে ডাকবেন না। কিন্তু কারিনা কাপুর আসলে সাইফ আলি তো আর না এসে পারবেন না। পুরনো দিনের মনোমালিন্য ভুলে বিপাশা নাকি এখন সাইফ আর কারিনাকে বিয়েতে নিমন্ত্রণ করছেন।
৩০ এপ্রিল বিপাশা বসু ও করণ সিং গ্রোভার বিয়ে। বিয়ের কার্ডও নাকি ছাপা হয়ে গেছে। বিপাশার বিয়েতে থাকছেন নামিদামি অভিনেতা-অভিনেত্রীরা।
কিন্তু থাকছেন না অনেকেই। বিপাশার সাবেক প্রেমিকরা না থাকার কথাই জানা যায়।
বলা ভালো, তাদের আমন্ত্রণই নাকি জানানো হচ্ছে না। এদের মধ্যে রয়েছেন মিলিন্দ সোমান, হরমন বাওয়েজা, জন আব্রাহাম ও দিনো মরিয়া।
৩০ এপ্রিল গাঁটছড়া বাঁধবেন বিপাশা এবং করণ। মুম্বাইয়ের এক বিলাসবহুল হোটেলে হবে তাদের বিয়ের অনুষ্ঠান।
২০১৪ সালে 'অ্যালোন' সিনেমার শুটিং করতে গিয়ে পরিচয় হয় বিপাশা-করণের। এরপর থেকে সব সময়ই একসঙ্গে দেখা যাচ্ছে দুজনকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ঘনিষ্ঠতার বিষয়টি গোপন করেননি দুজনে।
১৮ এপ্রিল,২০১৬/এমটিনিউজ২৪/এমআর/এসএম