সোমবার, ১৮ এপ্রিল, ২০১৬, ০৯:৪৪:০৬

অভিনয়ের জন্য কখনো টাকা নেইনি : শাহরুখ খান

অভিনয়ের জন্য কখনো টাকা নেইনি : শাহরুখ খান

বিনোদন ডেস্ক : গত দু’দশক ধরে তার ‘ফ্যান’দের কাছে তিনিই বাদশা। সম্প্রতি মুক্তি পেয়েছে তার বহু প্রতীক্ষিত ছবি ‘ফ্যান’। আপাতত তাতেই মজে রয়েছেন দর্শকেরা। তার মধ্যে বলিউডের কিং খান জানালেন, তিনি অভিনয়ের জন্য কখনই টাকা নেননি।

সংবাদমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছেন, তিনি অভিনয়ের জন্য কখনো টাকা নেন না। কেবলমাত্র এনডোর্সমেন্টের জন্য টাকা নিয়ে থাকেন। লাইভ শো বা ইভেন্টের জন্য টাকা নেন তিনি। তিনি আরো বলেন, ‘আমি প্রোডিউসারকে বলি, ছবি ভাল চললে যা ভালো লাগে দিও।’ অভিনয়কে কোনোদিনই ব্যবসা হিসেবে নেন না বলে উল্লেখ করেছেন তিনি।

তার কথায়, ‘আমার একটাই স্বপ্ন। মানুষ যেন আমার ছবি আরো বেশি করে দেখে আর আনন্দ পায়। তিনি মনে করেন, এমন ছবি বানানো উচিৎ যাতে বিশ্বের মানুষ সেই ছবি দেখে আর বলে যে, এই ছবি ভারতে তৈরি হয়েছে।

২২ বছর কাজ করার পর তিনি বলেন, এতদিনে তিনি বুঝতে পেরেছেন যে একজন ভাল অভিনেতা কাকে বলে। একসময় তিনি বলেছিলেন, তিনি অমিতাভের থেকেও ভাল অভিনেতা। সেটা তার ওভার কনফিডেন্স ছিল।
১৮ এপ্রিল, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে